Advertisement

টেক

Flipkart এর ধামাকা অফার, মাত্র ৫ হাজার টাকার পাস কিনলেই মিলবে সস্তায় আইফোন

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Sep 2025,
  • Updated 5:20 PM IST
  • 1/10

সম্প্রতি বাজারে এসেছে iPhone এর ১৭ সিরিজের ফোন। এর প্রি বুকিং শুরু হয়েছে ভারতে।  ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। তার আগেই চমকে দেওয়ার মতো অফার ঘোষণা করল Flipkart। 

  • 2/10

আমেরিকান কোম্পানি ওয়ালমার্টের মালিকানাধীন ভারতীয় ইকমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ আইফোন বিক্রির জন্য একটি অফার ঘোষণা করেছে। সংস্থার তরফে সস্তায় আইফোন কেনার বিক্রির জন্য ৫০০০ টাকার পাস বিক্রি শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার ইউজাররা এই স্কিম নিয়ে আলোচনা শুরু করেছেন।

  • 3/10

আসলে ফ্লিপকার্ট তাদের বিগ বিলিয়ন ডেজের ল্যান্ডিং পেজে লিখেছে, আইফোন ১৬ প্রো মাত্র ৭০ হাজার টাকায় পাওয়া যাবে। যেখানে আইফোন ১৬ প্রো-এর দাম ১ লক্ষ টাকার উপরে। 

  • 4/10

যদিও এমন কখনও ঘটেনি যে এক বছরের মধ্যে অ্যাপলের কোনও প্রো ফোন মাত্র ৭০ হাজার টাকায় পাওয়া গেছে। তবে ফ্লিপকার্ট জানাচ্ছে, ওই ৫০০০ টাকার পাস কিনলে ব্যবহারকারী আইফোন ১৬ প্রো সস্তায় পাবেন। 

  • 5/10

কোম্পানি দাবি করেছে যে বিগ বিলিয়ন ডেজ সেলের প্রথম ২৪ ঘন্টার মধ্যে, আর্লি অ্যাক্সেসের অধীনে, কেবলমাত্র সেই ব্যবহারকারীরা সস্তা আইফোন পাবেন যারা ৫০০০ টাকার পাস কিনবেন। 

  • 6/10

যদিও ফ্লিপকার্টের ৫০০০ টাকার পাস অফারটি মাত্র তিনটি ফোনের জন্য। এর মধ্যে রয়েছে iPhone 16 Pro 128GB, iPhone 16 Pro 256GB এবং iPhone 16 Pro Max 256GB মডেল।

  • 7/10

ফ্লিপকার্ট দাবি করেছে যে সেলের সময়, iPhone 16 Pro মাত্র ৭০ হাজার টাকায় পাওয়া শুরু হবে। যদিও এর লঞ্চ মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। 

  • 8/10

ব্যবহারকারীরা iPhone 16 Pro Max ৯০ হাজার টাকায় কিনতে পারবেন, যদিও এর লঞ্চ মূল্য ছিল প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা। ভারতে iPhone নিয়ে অনেক উন্মাদনা রয়েছে এবং অনেকেই পাসটিও কিনেছেন।

  • 9/10

যদিও জেনে রাখা দরকার, এই ৫০০০ টাকার পাসটি ফেরতযোগ্য নয় এবং আপনি তা বাতিলও করতে পারবেন না। অর্থাৎ, যদি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে আপনি এই টাকা ফেরত পাবেন না। 

  • 10/10


Flipkart-এর এই পাসটি শুধুমাত্র Big Billion Days Sale-এর প্রথম 24 ঘণ্টার জন্য বৈধ। অর্থাৎ, আপনি এটিকে আর্লি অ্যাক্সেস হিসেবে ব্যবহার করতে পারবেন। একজন গ্রাহক শুধুমাত্র একটি পাস কিনতে পারবেন। 

Advertisement
Advertisement