Advertisement

টেক

Pay Through UPI Without Internet: বিনা ইন্টারনেটেও হবে UPI পেমেন্ট, শুধু মনে রাখুন এই ৪ ডিজিট

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Nov 2022,
  • Updated 11:20 AM IST
  • 1/7

Pay Through UPI Without Internet: UPI ট্রানজেকশন করার সময় ইন্টারনেট স্লো অথবা না থাকার সময়ে সমস্যা তৈরি হয়। আপনি বিনা ইন্টারনেটেও UPI ট্রানজেকশন করতে পারবেন। এখন ক্যাশ ট্রানজেকশন এর বদলে অনলাইন পেমেন্ট বা UPI ট্রানজাকশন অনেক বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে অনেক সময় পেমেন্ট হতে পারে না কিন্তু আবার দেখা যায় একাউন্ট থেকে টাকা কেটে গিয়েছে। সমস্যায় পড়ে যান খদ্দের এবং বিক্রেতা।

  • 2/7

এই পরিস্থিতিতে আপনি বিনা ইন্টারনেট UPI ট্রানজেকশন করে পেমেন্ট প্রসেস পুরো করতে পারেন। এর জন্য আপনাকে USSD কোড ব্যবহার করতে হবে। এটি ইউজ করলে করার জন্য জরুরি হলো যে আপনার মোবাইল নম্বরে আগে থেকে UPI সার্ভিস অ্যাক্টিভ থাকে।

  • 3/7

অর্থাৎ আপনি যদি প্রথমে গুগল পেয়ে ফোন পেয়ে অথবা পেটিএম বা বিএইচআইএমের মতো UPI অ্যাপ থেকে আপনার একাউন্টের লিংক করিয়ে রেখেছেন তাহলে এটি ব্যবহার আপনি করতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া *৯৯# শুরু করেছে এটি ব্যবহার করলে করার পুরো পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দিচ্ছি।

  • 4/7

এর জন্য আপনাকে কেবল ওপেন রেজিস্টার স্মার্টফোন ডায়াল প্যাড এ যেতে হবে। এরপরে স্টার *৯৯# ডায়াল করতে হবে। আপনার ব্যাংক ফেসিলিটি নিয়ে একটা পপ আপ খুলবে। এর মধ্যে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, চেক ব্যালেন্স, UPI পিন এর মত অপশন পাওয়া যাবে।

  • 5/7

এখন আপনাকে সেন্ড মানি অপশানে ক্লিক করতে হবে। এর জন্য আপনাকে ১ টাইপ করতে হবে। এটা সেন্ড করে দিতে হবে।এরপর আপনাকে ওই অপশনে সিলেক্ট করতে হবে যাতে আপনি টাকা সেন্ড করতে চান। এর মধ্যে মোবাইল নম্বর UPI আইডি সেন্ড বেনিফিশিয়ারি এবং অন্যান্য অপশনও পাওয়া যাবে।

  • 6/7

এরপর আপনি সিলেক্ট করা অপশনে টাইপ করে সেন্ড করতে পারেন। এরপরে আপনাকে বেনিফিশিয়ারির অর্থাৎ যাকে টাকা পাঠাতে চান, তাঁর ডিটেলস দিতে হবে। আপনাকে পেমেন্ট রিমার্ক দিতে হবে। ট্রানজাকশন পুরো হওয়ার জন্য আপনাকে নিজের UPI পিন দিতে হবে।

 

  • 7/7

UPI পিন দেওয়ার পর ট্রানজাকশন পুরো হয়ে যাবে এবং বেনেফিশিয়ারির একাউন্টে পয়সা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনার অফলাইন ইউপিআই ট্রানজেকশন পুরো হবে। আপনি এই UPI সার্ভিসকে অফলাইন ডিজেবল করতে পারেন। এর জন্য আপনাকে নিজের রেজিস্টার্ড ফোন নম্বর থেকে *৯৯# ডায়াল করতে হবে।

Advertisement
Advertisement