Advertisement

টেক

Instagram-এর ধামাকা অফার, রিল তৈরি করলেই আয় লাখ লাখ টাকা?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Oct 2022,
  • Updated 2:06 PM IST
  • 1/8

ইনস্টাগ্রাম এখন কেবল ফটো শেয়ারিং অ্যাপই নয়, এই অ্যাপে শর্ট ভিডিও শেয়ার করাও যায়। লোকেরা এটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। এখন কোম্পানি ইনস্টাগ্রাম রিল ক্রিয়েটারদের জন্য, এক্সট্রা ইনকামের সুযোগ নিয়ে এসেছে।

  • 2/8

কোম্পানি রিলস প্লে বোনাস (Reels Play Bonus) ভারতে লঞ্চ করে দিয়েছে। এতে ইউজারসরা ৫০০০ ডলার পর্যন্ত কামাতে পারবেন। যা, ভারতীয় টাকায় প্রায় ৪ লক্ষ টাকা। আগে এই প্রোগ্রামে আমেরিকাতে পেশ করা হয়েছিল। যেখানে এখন এটি ভারতীয় ক্রিকেটারদের জন্য চালু করে দেওয়া হল।

  • 3/8

অর্থাৎ ইনস্টাগ্রাম ক্রিয়েটার্সদের কাছে ব্র্যান্ড স্পনসরশিপ এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামের সুবিধা ছাড়াও কোম্পানির সোজা পয়সা ইনকাম করার অপশন দিচ্ছে। ফলে এখন এটি ব্যবহার আরও আকর্ষণীয়।

  • 4/8

রিপ্লে বোনাস এর ফায়দা সেই ধরনের ক্রিয়েটার্সদের মিলবে, যারা রিলস একটি স্পেসিফিক টাইম পিরিয়ড পর্যন্ত ভালো পারফর্ম করবে।

  • 5/8

রিল প্লে বোনাস এর মাধ্যমে instagram ইউজার্সরা বেশি থেকে বেশি রিল বানানোর জন্য উৎসাহিত হবেন। রিলসের মোকাবিলা সোজা টিকটকের সঙ্গে রয়েছে। এটি আরও বাড়ানোর জন্য কোম্পানি বিভিন্ন রকম ফিচারস এর মধ্যে যুক্ত করে দিচ্ছে।

  • 6/8

একটি রিপোর্ট অনুসারে রিল বানানোর পরে বোনাস, ওই ভিডিও-র নাম্বর অফ প্লের উপর ডিপেন্ড করবে। এর মধ্যে ১৬৫এম পর্যন্ত প্লে কাউন্ট করা হবে। বোনাসের জন্য ১৫০ রিল পর্যন্ত কাউন্ট করা হবে। একবার শুরু হওয়ার পরে ইউজারদের কাছে ম্যাক্সিমাম বোনাসের জন্য একমাস পর্যন্ত সময় থাকবে।

  • 7/8

বোনাসের হিসেব ১১ নভেম্বর ২০২২ এর আগে অ্যাকটিভেট করা হতে পারে বলে জানা গিয়েছে। এটি নিয়ে ইউটিউবে একজন ক্রিয়েটর স্ক্রিনশট পোস্ট করেছেন।

 

  • 8/8

এলিজিবল ক্রিয়েটরসরা রিল থেকে তখন পয়সা কামাতে পারবেন যখন তাদের শেষ ৩০ দিনে ১০০০ ভিউজ পাবে। অর্থাৎ রিল ক্রিয়েটরদের কাছে এখন বোনাস পয়সা কামানোর দুর্দান্ত সুযোগ রয়েছে।

Advertisement
Advertisement