Advertisement

টেক

Mahindra Scorpio-N: বুকিং চালুর পর মাত্র ৩০ মিনিট, ১ লক্ষ বিক্রি হয়ে গেল Mahindra Scorpio-N

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Jul 2022,
  • Updated 8:29 PM IST
  • 1/10

মাহিন্দ্রার এন মাহিন্দ্রা  (Mahindra and Mahindra) থেকে নিজের নতুন স্করপিও (New Scorpio-N) এর বুকিং শুরু করে দিয়েছে এবং আজ প্রথম দিন এই এসইউভিটি জবরদস্ত রেকর্ড বানিয়ে দিয়েছে।

  • 2/10

বুকিং শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে এক লক্ষ স্করপিও বিক্রি হয়ে গিয়েছে। আজকে সকাল ১১ টার সময় স্করপিও N এর জন্য বুকিং শুরু হয় নতুন স্করপিও বুকিং এর জন্য অ্যামাউন্ট ২১ হাজার টাকা রাখা হয়েছিল। প্রথম এক মিনিটে ২৫ হাজার স্করপিও এন বুকিং হয়ে যায়।

  • 3/10

মহিন্দ্রা সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে একটি স্করপিও নতুন ভেরিয়েন্ট মার্কেটে জবরদস্ত রেসপন্স দিয়েছে। স্করপিও এন ভেরিয়েন্টের দাম ১১ লাখ ৯৯ হাজার অর্থাৎ প্রায় ১২ লাখ টাকা।

  • 4/10

স্করপিও টপ মডেল স্করপিও এন ভেরিয়েন্ট এর সর্বোচ্চ দাম ২১ লাখ ৪৫ হাজার টাকা নতুন স্করপিও অনলাইন বুক করা যাবে। 

  • 5/10

কবে শুরু হবে ডেলিভারি?

স্করপিওর ডেলিভারি ২৬ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হবে। ডিসেম্বর ২০২২ পর্যন্ত স্করপিও এন এর ২০ হাজারের বেশি ইউনিট ডেলিভারি করার পরিকল্পনা রয়েছে।

  • 6/10

এর মধ্যে কোম্পানি Z8L ট্রিমকে প্রাথমিকতা দেবে। মাহিন্দ্রা অগাস্ট ২০২২ এর শেষ পর্যন্ত গ্রাহকদের তার ডেলিভারির তারিখের বিষয়ে জানিয়ে দেবে।

  • 7/10

মাহিন্দ্রার নতুন স্করপিও চেন্নাই এর মাহিন্দ্রা রিসার্চ ভ্যালিতে তৈরি করা হয়েছে। এই নতুন স্করপিওর ডিজাইন মাহিন্দ্রা ইন্ডিয়া ডিজাইন স্টুডিওতে তৈরি হয়েছে।

  • 8/10

মাহিন্দ্রা স্করপিও এন এর ইন্সট্রুমেন্ট কনসোল সম্পন্ন হবে। ডিজিটাল করে দেওয়া হয়েছে, সঙ্গে টাচ স্ক্রিন সিস্টেম বড় সাইজের করা হয়েছে।

  • 9/10

ডিজেল ইঞ্জিনের অপশন মাহিন্দ্রা স্করপিও এনের ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসছে। দুটি ইঞ্জিনে ম্যানুয়াল অটোমেটিক ট্রান্সমিশন পাওয়া যাবে। ফোর হুইল ড্রাইভ ফিচারস শুধুমাত্র স্করপিও এন এর Scorpio-N কে Z4, Z8, Z8L ডিজেল ইঞ্জিনে পাওয়া যাবে।

 

  • 10/10

স্করপিও এন-এ কোম্পানি মাহিন্দ্রা স্করপিয়নের ব্রেক লাইটে জোর ওপরে দিকে দেওয়া হয়েছে। এর টেল লাইট ও শেপে রয়েছে সঙ্গে নতুন স্করপিওর দরজা থেকে খুলবে না। এ ছাড়া পেছনের সিটে যাওয়ার জন্য মাঝখানের সিটে ফোল্ড করার প্রয়োজন পড়বে না।

Advertisement
Advertisement