Advertisement

টেক

Maruti Brezza 2022: Vitara Brezza আর থাকছে না, নতুন রূপে আসছে Maruti-র এই গাড়ি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jun 2022,
  • Updated 7:55 PM IST
  • 1/8

মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki) নিজের সবচেয়ে পপুলার গাড়ির মধ্যে একটি মারুতি ভিতারা ব্রিজা নতুন ২০২০ মডেল লঞ্চ করতে চলেছে। এই নতুন ভিতারা ব্রিজাতে এমন কিছু বিশেষত্ব থাকছে, যেগুলি আগে যে ব্রিজা পাওয়া যেত, তাতে ছিল না। মডেল থেকে নিয়ে ফিচারস পর্যন্ত বড় পরিবর্তন আনছে সংস্থা।

  • 2/8

এখন বলা হবে শুধু ব্রিজা (Breeza)

এবার সবচেয়ে বড় বদল ভিতারা ব্রিজার (Breeza)সঙ্গে এটাই হতে চলেছে যে, গাড়ির নামে আর ভিতারা (Vitara) তারা থাকছে না। শুধু ব্রিজা বলে পরিচিত হবে। কোম্পানিটির প্রথমে ভিতারা ব্রিজা ২০১৬ তে লঞ্চ করেছিল।

  • 3/8

সানরুফ (Sunroof) আসতে পারে

মার্কেটে এই ব্রিজাতে সানরুফ (Sunroof) দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এখন এই ফিচার পপুলার হচ্ছে। প্রায় সমস্ত গাড়িতেই বিশেষ করে ৭ লাখের উপরে যে কোনও গাড়িতে এটি একটি ইম্পরট্যান্ট ফিচার হিসেবে স্থান দেওয়া হচ্ছে।

  • 4/8

বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন

মারুতি (Maruti) সম্প্রতি নিজের মারুতি আরটিগা (Ertiga) এবং মারুতি এক্সএলএক্স Maruti XL6 সেক্স এর মত বড় এসইউভি কার লঞ্চ করেছে। যার মধ্যে আগের তুলনায় তারা বড় ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন দিয়েছে। আশা করা হচ্ছে নতুন মডেলের ব্রিজাতেও তারা বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন (৯ ইঞ্চি) দেওয়া হতে পারে।

  • 5/8

আসতে পারে হেড আপ ডিসপ্লে (Head Up Display)

নতুন ব্রিজাতে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারকে (Instrument Clastar) ডিজিটাল বানানো হচ্ছে। সঙ্গে হেড আপ ডিসপ্লেও (Head Up Display) দেওয়া হচ্ছে। কারণ সম্প্রতি লঞ্চ হওয়া বোলেনোতেও কোম্পানি এই ফিচার দিয়েছে ও এই গাড়িতে হাইব্রিড টেকনোলজি অ্যাডভান্স করতে পারে।

  • 6/8

ওয়ারলেস চারজিংও (Wireless Charging) পাওয়া যাবে

গাড়িটিতে ওয়ারলেস চারজিং(Wireless Charging) একটা নতুন ফিচার অ্যাড হয়ে গিয়েছে। এটি যে কোনও গাড়িতে একটা প্রিমিয়াম লুক দেয়। নতুন ব্রিজাতে এই ফিচার আসার পরে সম্পূর্ণ আশা করা হচ্ছে এছাড়া 360° ক্যামেরা এবং প্যাডল শিফটার্সও দেওয়া হতে পারে।

  • 7/8

কিছু কানেক্টেড ফিচারস (Connected Features) পাওয়া যাবে

নতুন মারুতি আরটিগা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারের প্লে এর কানেক্টিভিটিতে পাওয়া যেতে পারে। এর সঙ্গেই বেশ কিছু কানেক্টেড ফিচারস যেমন মোবাইলের মাধ্যমে গাড়ি স্টার্ট এবং গাড়ি বন্ধ করা, মোবাইল থেকে হেডল্যাম্প খোলা বন্ধ করা এবং ক্লাইমেট কন্ট্রোলও পাওয়া যেতে পারে। যদিও এই ফিচারের প্রিমিয়াম মডেলের সঙ্গে আসতে পারে।

 

  • 8/8

৩০ জুন হবে লঞ্চ। নতুন মারুটি ব্রিজা এই মাসের ৩০ জুন লঞ্চ হতে চলেছে। এর মধ্যে দেড় লিটারের কে সিরিজ পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে। সম্প্রতি আপডেটেড আর্টিগা এবং xl6 কোম্পানি এই ইঞ্জিন এর ব্যবহার করেছে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮ লাখ টাকা থেকে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement