Redmi এবং Vivo দুটোই ভারতীয় বাজারে একটি করে 5G ফোন লঞ্চ করেছে। দুটোর দামও প্রায় একই। Redmi Note 11S ফোনটিতে রয়েছে 108MP ক্যামেরা। আর Vivo T1 5G-তে রয়েছে 50MP। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Vivo T1 5G-তে রয়েছে Android 12 বেসড FunTouch OS 12। রয়েছে 6.58-inch full-HD+ IPS LCD স্ক্রিন। তাছাড়াও রয়েছে Snapdragon 695 5G প্রসেসার। এতে 8GB পর্যন্ত RAM ও 128GB স্টরেজ দেওয়া হয়েছে।
এই হ্যান্ডসেটে ত্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। যাতে রয়েছে 50MP প্রাইমারি লেন্স ও 2MP-র ২টি লেন্স। সামনে 16MP সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে 5000mAh ব্যাটারি ও 18W চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন - খুব সহজে ইংরেজি শিখতে চান? সাহায্য করবে এই ৫ অ্যাপ
এর রয়েছে মোট ৩টি কনফিগারেশন। 4GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টটির দাম 15,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টটির দাম 16,990 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টটির দাম 19,990 টাকা।
এবার আসা যাক Redmi Note 11S-এর কথায়। রয়েছে 6.43-inch-র Full HD+ AMOLED স্ক্রিন। ফোনটির প্রসেসার MediaTek Helio G96। 8GB পর্যন্ত RAM রয়েছে ফোনটিতে।
ফোনটির ক্যামের প্রধান লেন্সটি 108MP। তাছাড়াও ফোনটিতে রয়েছে 8MP-র আলট্রা ওয়াইড অ্যাঙ্কল। 2MP ম্যাক্রো লেন্স ও 2MP ডেপথ সেন্সর। এর সেলফি ক্যামেরা 16MP।
এই স্মার্টফোনে রয়েছে 128GB পর্যন্ত স্টোরেজ, যা এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ান যায়। এর ব্যাটারি 5000mAh। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi Note 11S-এর রয়েছে ৩টি কনফিগারেশান। 6GB RAM + 64GB ভ্যারিয়ান্টের দাম 16,499 । 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের মূল্য 17,499। 8GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টের দাম 18,499।