Advertisement

টেক

Whatsapp New Update: এই ফোনগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, দেখুন তালিকা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Oct 2022,
  • Updated 2:46 PM IST
  • 1/10

বার্তা চালাচালির জন্য বিশ্বের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্য়াপ। টেলিগ্রাম ও বিবিধ অ্যাপ থাকলেও হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার ধারেকাছে কেউ নেই, বিশেষ করে এশিয়া ও ইউরোপীয় দেশগুলিতে।        
 

  • 2/10

প্রতিবছরই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সদ্য আপডেট করা হয়েছে এই অ্যাপ। ফলে কয়েকটি পুরনো ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।দীপাবলি অর্থাৎ ২৪ অক্টোবর থেকে পুরনো ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। 

  • 3/10

FAQ প্যানেলে হোয়াটসঅ্যাপ জানিয়েছে,'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলানোর জন্য নিয়মিতভাবে পুরানো অপারেটিং সিস্টেমগুলিতে বন্ধ করে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ।'

  • 4/10

Android এবং iOS- দুই অপারেটিং সিস্টেমে চলে হোয়াটসঅ্যাপ। KaiOS নামে অন্য একটি অপারেটিং সিস্টেমও রয়েছে। KaiOS 2.5.0-তে চলে এই বার্তা চালাচালির অ্যাপ৷ JioPhone এবং JioPhone-2 একাধিক ফোনে রয়েছে কায়সের অপারেটিং সিস্টেম। 

  • 5/10

Android ফোনগুলির মধ্যে Android OS 4.1 এবং তার পরের সংস্করণের ফোনেও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ। iPhone-এ হোয়াটসঅ্যাপ চালাতে হলে স্মার্টফোনে iOS 12 এবং তার পরের সংস্করণ থাকতে হবে। 

  • 6/10

iOS 11 এবং তার নীচের সংস্করণে হোয়াটসঅ্যাপ আপডেট পাওয়া যায় না। Apple iPhone ৫s এবং নতুন ডিভাইসগুলি iOS 12 আপডেট করে দেওয়া হয়েছে। 

  • 7/10

আইফোন ৫, আইফোন ৪s এবং পুরানো ডিভাইসগুলিকে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ২০১২ সালে লঞ্চ হয়েছিল  Apple iPhone 5। ১০ বছর হয়ে গিয়েছে। এই ফোন থাকলে নতুন Apple iPhone বা অ্যান্ড্রয়েড কিনতে হবে। নইলে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না। তবে  হোয়াটসঅ্যাপ ডেটা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তর বেশ জটিল। 

  • 8/10

হোয়াটসঅ্যাপ অপারেটিং সিস্টেমে অকেজো হয়ে গেলে নতুন ফোন দরকার। ফোনের অপারেটিং সিস্টেম হোয়াটসঅ্যাপ সাপোর্ট করছে কিনা সেটা সংস্থা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিচ্ছে।  

  • 9/10

কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। সেটিংসে গিয়ে দেখে নিন আপডেট আছে কিনা। 

  • 10/10

Android 4.0.3 আইসক্রিম স্যান্ডউইচ এবং তার বেশি পুরানো Android ডিভাইসগুলি WhatsApp সাপোর্ট করে না৷  এই স্মার্টফোনগুলির বেশিরভাগই ২০১২ সালে লঞ্চ হয়েছিল।

Advertisement
Advertisement