Twitter New Feature Soft Block: রোজই পাল্টে যাচ্ছে প্রযুক্তি। নিত্যদিন আসছে নতুন নতুন প্রযুক্তি। এর ফলে মানুষের অনেক অসুবিধা হচ্ছে।
এবার টুইটার নিজের ওয়েব ভার্সনের জন্য নতুন একটা ফিচার যোগ করেছে। মনে করা হচ্ছে এর ফলে টুইটার ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে।
এখন যাঁরা টুইটার ব্যবহার করেন, তাঁরা কোনও ফলোয়ারকে ব্লক না করেই রিমুভ করতে পারবেন। ওই সংস্থা খুব সুন্দর একটা নাম দিয়েছে এই বিষয়টির। তাদের মতে, এটিকে সফ্ট ব্লক (Soft Block) বলা যেতে পারে।
তবে একটা অসুবিধা রয়েছে। এর মোবাইল ভার্সন এখনও আসেনি। মানে মোবাইলে এই পরিষেবা পাওয়া যাবে না আপাতত।
তবে ওয়েব ভার্সনে এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবা ব্যবহার করে যে কোনও ফলোয়ারকে রিমুভ করা যাবে খুব সহজেই।
এখানে একটা জিনিস খেয়াল করার। আর তা হলো সফ্ট ব্লক ফিচার পুরোপুরি ব্লক নয় কিন্তু। তার থেকে কোথাও গিয়ে একটু আলাদা। আপনি কোনও ব্যবহারকারীকে ব্লক করলে সে আপনার টুইটার বা টুইট দেখতে পায় না।
আর না তো আপনাকে ডিএম করতে পারে। কোনও ভাবেই আর কিছু করার থাকে না।
তবে সফ্ট ব্লক এইটা খালি ফলোয়ারকে রিমুভ করে দেবে। আর ওই ইউজারের কোনও নোটিফিকেশন দেখাবে না। তবে সেই ইউজার ফের যদি আপনাকে ফলো করতে পারে। সেই অপশন থাকছে।
এবার এখন যদি আপনি চান ওই ব্যবহারকারী আপনাকে ফের ফলো না করে তো তখন আপনি সরাসরি ব্লক করে দিতে পারেন।
টুইটার তাদের এই নতুন পরিষেবা চালু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি সব ব্যবহারকারী তা পেয়ে যাবেন। হতে পারে আপনার অ্যাকাউন্টে সেই পরিষেবা চালু হয়ে গেছে।
এবার দেখে নেব কী করে তা ব্যবহার করতে হবে। আপনার প্রোফাইলে থাকা কোনো ব্যবহারকারীকে সফ্ট ব্লক করতে হলে প্রথমে নিজের অ্যাকাউন্টে বা প্রোফাইল যেতে হবে। এরপরে ফলোয়ার্স-এ যেতে হবে যেখানে। যেখানে দেখা যাবে তিনটে ডট আইকন।
সেখানে প্রেস করতে হবে। সেখানে 'রিমুভ দিস ফলোয়ার' লেখা থাকবে। সেখান থেকে আপনি ওই কাজ করতে পারবেন।