সম্প্রতি ভারতে Vi Games লঞ্চ করেছে Vodafone Idea। আর তার প্রায় একমাস পর Vi Jobs and Education নিয়ে এল সংস্থা। এই পরিষেবার মাধ্যমে চাকরি খুঁজতে ও সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন যুবক-যুবতীরা।
Vi Jobs and Education পরিষেবাটি Vi অ্যাপেই আনা হয়েছে। Vodafone Idea জানাচ্ছে এর জন্য তারা দেশের সবচেয়ে বড় জব সার্চ প্ল্যাটফর্ম Apna ও ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম Enguru এবং Pariksha-র সঙ্গে অংশীদারিত্ব করেছে।
আরও পড়ুন - বাগনানে পথদুর্ঘটনায় মৃত দাদু-নাতি, আরামবাগে উল্টে গেল বাস
Vodafone Idea জানাচ্ছে Vi Jobs and Education মূলত প্রিপেড ইউজারদের কথা মাথার রেখে আনা হয়েছে। এটি একই জায়গায় চাকরি খুঁজতে, ইংরেজির স্কিল বাড়াতে ও সরকারি চাকরির প্রস্তুতি নিতে সাহায্য করবে।
অর্থাৎ Vi Jobs and Education ইউজারদের ৩টি বিষয়ে সাহায্য করবে। ইংরেজি শিক্ষা মজবুত করাবে, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি করাবে এবং অন্যান্য সেক্টরে চাকরি খুঁজতেও সহায়তা করবে।
ইউজারদের ইংরেজি যাতে আরও ভাল হয় তারজন্য Enguru-র সঙ্গে অংশীদারিত্ব করেছে সংস্থা। এতে সংস্থা আনলিমিটেড বিশেষজ্ঞদের সঙ্গে ইন্টারেক্টিভ লাইভ ক্লাসসহ ১৪ দিনের ট্রায়াল ক্লাস প্রদান করবে।
ট্রায়াল পিরিয়ডের পর শিক্ষার্থীরা প্ল্যাটফর্ম থেকে ১৫-২০ শতাংশ ছাড় পেতে পারে। এতে তাঁদের ১,৫০০ টাকার ইন্ডাস্ট্রি স্পেসিফিক সেল্ফ লার্নিং মডিউলও দেওয়া হবে। অন্যদিকে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য Pariksha-র সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে। এতেও একমাসের ফ্রি সাবসক্রিপশান দেওয়া হচ্ছে।
তাতে ১৫০-রও বেশি পরীক্ষার আনলিমিটেড মক টেস্ট থাকবে। এক মাস পরে ইউজাররা বার্ষিক ২৪৯ টাকা খরচ করে এটিকে জারি রাখতে পারেন। এছাড়া যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য Apna-র সঙ্গেও অংশীদারিত্ব করেছে সংস্থা। বিনা কোনও ব্যয়েরই এটি ব্যবহার করতে পারবেন ইউজাররা।