Advertisement

টেক

Airtel ও Jio-কে টক্কর, Vodafone Idea-র ফাটাফাটি ৫ প্ল্যান, ২৯ টাকা থেকে শুরু

Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 May 2022,
  • Updated 12:26 PM IST
  • 1/7

নতুন ৫টি প্রিপেইড প্ল্যান লঞ্চ করল Vodafone Idea। প্ল্যানগুলি শুরু 29 টাকা থেকে৷ যাঁরা একটি সস্তা প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য এগুলি সেরা৷ সঙ্গে রয়েছ ডেইলি ডেটা বেনিফিটস। 
 

  • 2/7

Vodafone Idea ২৯ টাকা, ৩৯ টাকা, ৯৮ টাকা, ১৯৫ টাকা এবং ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এখানে সেই প্ল্যানগুলি সম্প্রকেই বিস্তারিতভাবে বলা হয়েছে। 

  • 3/7

২৯ টাকার প্ল্যান 
এটি একটি অ্যাড অন প্ল্যান। ডেইলি ডেটা লিমিট শেষ হওয়ার পর ২৯ টাকা দিয়ে রিচার্জ করা যাবে। এতে ২ দিনের ভ্যালিডিটিসহ ২ GB ডেটা দেওয়া হয়। রয়েছে আরও সুবিধা। 

  • 4/7

৩৯ টাকার প্ল্যান 
এই প্রিপেইড প্ল্যানটিও একটি 4G ডেটা ভাউচার। এতে ৩ জিবি ডেটা দেওয়া হয়। ভ্যালিডিটি ৭ দিনের। তবে এটি আপাতত শুধুমাত্র গুজরাট সার্কেলে পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন'কেন ফোন নম্বর দেব?' Decathlon ট্যাগ করে ট্যুইট ক্ষুব্ধ মহুয়ার

  • 5/7

৯৮ টাকার প্ল্যান 
এই প্ল্যানটি আফাতত ২টি সার্কেলে পাওয়া যাচ্ছে। আর ২টি সার্কেলেই মিলছে আলাদা আলাদা সুবিধা। Telecom Talk-এর একটি রিপোর্ট অনুযায়ী, গুজরাট সার্কেলে এই প্ল্যানে ২১ দিনের ভ্যালিডিটি, ৯ জিবি ফোর-জি ডেটা ভাউচার দেওয়া হচ্ছে। 
 

  • 6/7

১৯৫ টাকার প্ল্যান 
এই প্ল্যানে পাওয়া যায় ২ GB ডেটা। রয়েছে ৩০০ SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং। এর ভ্যালিটিডি ৩১ দিন। 
 

  • 7/7

৩১৯ টাকার প্ল্যান 
এই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড ভয়েজ কলিং। রয়েছে প্রতিদিন ১০০ SMS ও ২ জিবি ডেটা। এছাড়া Binge All Night, Data Rollover ও Data Delights-এর সুবিধাও পাবেন ইউজার। 
 

Advertisement
Advertisement