নতুন ৫টি প্রিপেইড প্ল্যান লঞ্চ করল Vodafone Idea। প্ল্যানগুলি শুরু 29 টাকা থেকে৷ যাঁরা একটি সস্তা প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য এগুলি সেরা৷ সঙ্গে রয়েছ ডেইলি ডেটা বেনিফিটস।
Vodafone Idea ২৯ টাকা, ৩৯ টাকা, ৯৮ টাকা, ১৯৫ টাকা এবং ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এখানে সেই প্ল্যানগুলি সম্প্রকেই বিস্তারিতভাবে বলা হয়েছে।
২৯ টাকার প্ল্যান
এটি একটি অ্যাড অন প্ল্যান। ডেইলি ডেটা লিমিট শেষ হওয়ার পর ২৯ টাকা দিয়ে রিচার্জ করা যাবে। এতে ২ দিনের ভ্যালিডিটিসহ ২ GB ডেটা দেওয়া হয়। রয়েছে আরও সুবিধা।
৩৯ টাকার প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানটিও একটি 4G ডেটা ভাউচার। এতে ৩ জিবি ডেটা দেওয়া হয়। ভ্যালিডিটি ৭ দিনের। তবে এটি আপাতত শুধুমাত্র গুজরাট সার্কেলে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন - 'কেন ফোন নম্বর দেব?' Decathlon ট্যাগ করে ট্যুইট ক্ষুব্ধ মহুয়ার
৯৮ টাকার প্ল্যান
এই প্ল্যানটি আফাতত ২টি সার্কেলে পাওয়া যাচ্ছে। আর ২টি সার্কেলেই মিলছে আলাদা আলাদা সুবিধা। Telecom Talk-এর একটি রিপোর্ট অনুযায়ী, গুজরাট সার্কেলে এই প্ল্যানে ২১ দিনের ভ্যালিডিটি, ৯ জিবি ফোর-জি ডেটা ভাউচার দেওয়া হচ্ছে।
১৯৫ টাকার প্ল্যান
এই প্ল্যানে পাওয়া যায় ২ GB ডেটা। রয়েছে ৩০০ SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং। এর ভ্যালিটিডি ৩১ দিন।
৩১৯ টাকার প্ল্যান
এই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড ভয়েজ কলিং। রয়েছে প্রতিদিন ১০০ SMS ও ২ জিবি ডেটা। এছাড়া Binge All Night, Data Rollover ও Data Delights-এর সুবিধাও পাবেন ইউজার।