Advertisement

টেক

Whatsapp Web-এ নয়া ফিচার, একবার দেখলেই উধাও ছবি!

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Jul 2021,
  • Updated 1:34 PM IST
  • 1/6

অ্যান্ড্রয়ের বিটা ইউজারজের জন্য সম্প্রতি View Once ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই ফিচারের বৈশিষ্ঠ হল হোয়াটসঅ্যাপে আসা ফটো ও ভিডিও একবার দেখার পর নিজে থেকেই ডিলিট হয়ে যায়। ফিচারটি আইওএস বিটা ইউজারকারীদের জন্যও চালু করা হয়েছে। পাশাপাশি WhatsApp ডেক্সটপ এবং ওয়েবের জন্যও চালু করা হয়েছে এই ফিচার। 
 

  • 2/6

ইউজাররা View Once ফিচারটি হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেক্সটপ ক্লায়েন্টের নয়া সংস্কারণ 2.2126.11-তে ব্যবহার করতে পারবেন। এগুলিকে পর্যায়ক্রমে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে যদি এখনই হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ ক্লায়েন্টে এই ফিচারটি না পান তবে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে।

  • 3/6

View Once ফিচারের মাধ্যমে উধাও হয়ে যাবে এমন মেসেজ পাঠাতে পারেন ইউজাররা। তবে এই ফিচারটি আগে থেকেই Snapchat-এ রয়েছে। এই ফিচারে একবার ছবি বা ভিডিও খোলার পরেই সেটি নিজে নিজে উধাও হয়ে যায়। 

  • 4/6

যদি ফিচারটি ইতিমধ্যেই আপনার হোয়াটসঅ্যাপে এসে থাকে তবে কোনও ছবি বা ভিডিও পাঠানর সময় আপনি ভিউ ওয়ানস বোতাম দেখতে পাবেন। তবে একটি ত্রুটিও আছে। এর সঙ্গে হোয়াটসঅ্যাপ কোনও স্ক্রিন ডিকেটশান অ্যালার্ট দেয়নি। 

  • 5/6

অর্থাৎ ভিউ ওয়ানস ফিচারে যা পাঠান হবে তা প্রেরককে না জানিয়েই স্ক্রিনশট নেওয়া যাবে। View Once ছাড়া হোয়াটসঅ্যাপ নয়া Archive ফিচারটিও বেশি করে ওয়েব এবং ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে। 

  • 6/6

ইউজার যখন Archive চ্যাটে পাঠান মেসেজের নোটিফিকেশান পাবেন না তখন তা সেখানেই থাকবে। পরে ইউজার পুরনো Archive-কে হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে রিস্টোর করতে পারবেন। এটি অ্যান্ড্রয়ের ও আইওএস, দুটিতেই দেওয়া হয়েছে। 
 

Advertisement
Advertisement