Advertisement

টেক

WhatsApp এর দুর্দান্ত অফার, দুটি ফোনে চলবে একই অ্যাকাউন্ট, অন্য অ্যাপ লাগবে না

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Nov 2022,
  • Updated 11:41 AM IST
  • 1/6

হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের অপেক্ষা লম্বা সময় থেকে ছিল। হোয়াটসঅ্যাপের এই ফিচারের নাম মাল্টি ডিভাইস সাপোর্ট। এটি সিলেক্টেড বিটা টেস্টের জন্য জারি করা হয়েছে। এতে ইউজারসরা দ্বিতীয় ফোনে নিজের অ্যাকাউন্ট access করতে পারবেন।

  • 2/6

এই ফিচারের বিষয়ে ইউজারসরা দীর্ঘ সময় ধরে ডিমান্ড করছিলেন এবং সেকেন্ডারি ফোনে whatsapp ব্যবহার করতে পারবেন, এমনই ফিচার টেলিগ্রামে নিজের ইউজারদের জন্য আগে থেকেই দিচ্ছে। এই পরিস্থিতিতে এখন হোয়াটসঅ্যাপে দ্রুত এই ফিচার আসতে চলেছে।

  • 3/6

এই ফিচার আপাতত বিটা ভার্সনের জন্য জারি করা হয়েছে। কিছু লাকি ইউজারদের ক্যাম্পেন মোড ফিচার দেওয়া হচ্ছে। এতে নতুন ফোনে অ্যাকাউন্ট সেকেন্ডারি ডিভাইস হিসেবে অ্যাড করা যেতে পারে। এই ফিচার সবার আগে ওয়া বিটা ইনফো স্পট করেছে।

  • 4/6

এটা নিয়ে ওয়াবিটা ইনফোর স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে যে এর জন্য একটি নতুন অপশন দেওয়া হয়েছে। লিঙ্ক টু ট্যাবলেট সাপোর্ট এর সঙ্গে ফোনে এই সাপোর্ট বিটা ইউজারদের দেওয়া হচ্ছে। এর জন্য লিঙ্কড ডিভাইসে অপশনে লিংক উইথ ইউর ফোন এর অপশন পাওয়া যাবে।

  • 5/6

এরপরে অ্যাপের কিউআর কোড স্ক্যান করতে হবে। এটা ওরকমই, যখন আপনি whatsapp ডেক্সটপ বা ল্যাপটপে ওয়েবে চালানোর জন্য ইউজ করেন। ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এর সঙ্গে লিঙ্ক করেই আপনি চ্যাট দুটো ফোনেই সিন করতে পারবেন।

 

  • 6/6

যদিও লাইভ লোকেশন স্টিকার এবং ব্রডকাস্টের মতো ফিচারস সিঙ্ক হবে না। আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে চারটি ডিভাইস পর্যন্ত অ্যাড করতে পারবেন। একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দুটোর বেশি ফোন লিঙ্ক করা যেতে পারে। যে রকম উপরে বলা হয়েছে, এই ফিচার আপাত বিটা টেস্টারদের জন্য পাওয়া যাচ্ছে। সমস্ত ইউজারদের জন্য কোম্পানি দ্রুত এই ফিচার জারি করতে চলেছে।

Advertisement
Advertisement