হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইউজারদের জন্য প্রায়শই নিত্য নতুন আপডেট আনে। এবার হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন আপডেট। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মেসেজ ডিলিট ফর এভরিওয়ান ফিচারে নতুন আপডেট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
এর মাধ্যমে ইউজাররা দীর্ঘ সময় পরেও মেসেজ মুছে ফেলতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি বর্তমানে কিছু বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হয়েছে। এ বিষয়ে জানিয়েছে WABetaInfo।
হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি অনেকের জন্যই খুব উপকারী হিসেব প্রমাণিত হবে। সংস্থা ডিলিট ফর এভরিওয়ান ফিচারটির সময়সীমা বর্তমানে ১ ঘন্টা ৮ মিনিট ১৬ সেকেন্ডের।
নতুন আপডেটে এর সময়সীমা বাড়ানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর সময়সীমা বাড়িয়ে ২ দিন ১২ ঘন্টা করা হবে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo।
আরও পড়ুন - ৮ মাসে ৩ বার ঘোড়াকে ধর্ষণ, CCTV ফুটেজে যুবকের কুকীর্তি ফাঁস
এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র নির্বাচিত বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ। তবে, সবকিছু ঠিকঠাক থাকলে, কোম্পানি শীঘ্রই এটি সমস্ত ইউজারদের জন্য প্রকাশ করবে। যদিও সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন - কিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা
এছাড়া আরও অনেক ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার ফলে ব্যবহারকারীরা আরও ভাল পরিষেবা পাবেন।