Advertisement

টেক

WhatsApp-এ এবার ছবিও আঁকা যাবে? আসতে পারে 'Drawing Tool'

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Apr 2022,
  • Updated 4:47 PM IST
  • 1/6

WhatsApp হল একটি অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। ইউজারদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য মাঝেমধ্যেই এতে নতুন ফিচার নিয়ে আসে সংস্খা। এক রিপোর্ট অনুযায়ী এবার WhatsApp-এ আসতে পারে Drawing Editor। 
 

  • 2/6

অর্থাৎ এতে ড্রইং টুল সামিল হতে চলেছে। এই বিষয়ে একটি প্রতিবেদন করেছে WABetaInfo। এটিকে আপাতত  WhatsApp-এর iOS বিটা ভার্সনে স্পট করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী  WhatsApp-এর iOS বিটা ভার্সন 22.8.0.73-এ এটিকে জারি করা হতে পারে। 
 

  • 3/6

WhatsApp Drawing Tool ফিচার 
সংস্থা আপাতত এই ফিচারটি কয়েকটি বিটা টেস্টের জন্য জারি করেছে। বেশিমাত্রায় ইউজারজের জন্য এটি ফিউচার আপডেটে জারি করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এতে ৩টি নয়া ড্রইং টুল আনা হতে পারে।  

আরও পড়ুনবুঝতেই পারবেন না কখন ঝরলো চর্বি! কামাল করবে এই একটি ফল

  • 4/6

এর মধ্যে দুটি নতুন পেন্সিল এবং একটি ব্লার টুল সামিল হতে পারে। এই সংক্রান্ত একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo। তারা আরও জানিয়েছে যে নতুন ড্রইং টুলগুলি শীঘ্রই অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ বিটার জন্য প্রকাশিত হতে পারে। 
 

  • 5/6

ব্লার টুলটি ইতিমধ্যেই WhatsApp iOS-এর জন্য উপলব্ধ ছিল। কিন্তু, এর জন্য ইউজাররা যখন নতুন ড্রইং টুল ব্যবহার করবেন তখন ড্রইং এডিটরে নয়া ইন্টারফেস দেওয়া হবে। ব্লার টুলটিকে বর্তমান জায়গা থেকে সরিয়ে নতুন দুটি পেন্সিলের সঙ্গে স্ক্রিনের নিচে আনা হতে পারে। 
 

  • 6/6

এছাড়াও, হোয়াটসঅ্যাপে নয়া মিডিয়া ভিজিবিলিটি ফিচারও দেওয়া যেতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। 
 

Advertisement
Advertisement