WhatsApp গ্রাহকদের জন্য সুখবর। নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে একাধিক ডিভাইসে একই নম্বরের অ্যাকাউন্ট খোলা যাবে।
এই ফিচারের বিষয়টি সামনে এনেছে WABetaInfo। তাদের তরফে জানানো হয়েছে, কীভাবে কাজ করবে এই ফিচার। একজনের প্রশ্নে ফিচারের কাজ সম্পর্কে জানিয়েছে WABetaInfo।
তাদের তরফে জানানো হয়েছে, ডিভাইসে লগইন করার জন্য ব্যবহারকারীকে নিজের মোবাইল নম্বর আর একটি কোড এন্টার করতে হবে। এর পর তাঁর নম্বরে একটি এসএমএস যাবে।
সেই এসএমএস যাওয়ার পর ফোন নম্বর আর এসএমএস কোড অন্য ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পারমিশন দেবে।
তবে WhatsApp-এর তরফে জানানো হয়েছে, তাদের অ্যাপের নতুন ভার্সনেই কেবলমাত্র এই সুবিধা পাওয়া যাবে। পুরোনো ভার্সেনে মিলবে না।
কীভাবে ব্যবহার করবেন? সেজন্য অ্যান্ডরয়েড ফোনের WhatsApp -এ যেতে হবে, তারপর সেখানে লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে। সেখানে মাল্টি ডিভাইস বিটা অপশন থাকবে। সেখানে ক্লিক করুন।
ব্যবহারকারীরা টাইম স্ট্যাম্পের সাহায্যে এটাও জানতে পারবেন যে কোন ডিভাইসে কতক্ষণ ব্যবহার করা হয়েছে WhatsApp।