Advertisement

টেক

একসঙ্গে একাধিক ফোনে চালাতে পারবেন একটিই WhatsApp নম্বর, জানুন কীভাবে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Sep 2021,
  • Updated 1:53 PM IST
  • 1/7

WhatsApp গ্রাহকদের জন্য সুখবর। নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে একাধিক ডিভাইসে একই নম্বরের অ্যাকাউন্ট খোলা যাবে।

  • 2/7

এই ফিচারের বিষয়টি সামনে এনেছে WABetaInfo। তাদের তরফে জানানো হয়েছে, কীভাবে কাজ করবে এই ফিচার। একজনের প্রশ্নে ফিচারের কাজ সম্পর্কে জানিয়েছে WABetaInfo। 

  • 3/7

তাদের তরফে জানানো হয়েছে, ডিভাইসে লগইন করার জন্য ব্যবহারকারীকে নিজের মোবাইল নম্বর আর একটি কোড এন্টার করতে হবে। এর পর তাঁর নম্বরে একটি এসএমএস যাবে।

  • 4/7

সেই এসএমএস যাওয়ার পর ফোন নম্বর আর এসএমএস কোড অন্য ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পারমিশন দেবে।

  • 5/7

তবে WhatsApp-এর তরফে জানানো হয়েছে, তাদের অ্যাপের নতুন ভার্সনেই কেবলমাত্র এই সুবিধা পাওয়া যাবে। পুরোনো ভার্সেনে মিলবে না। 

  • 6/7

কীভাবে ব্যবহার করবেন? সেজন্য অ্যান্ডরয়েড ফোনের WhatsApp -এ যেতে হবে, তারপর সেখানে লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে। সেখানে মাল্টি ডিভাইস বিটা অপশন থাকবে। সেখানে ক্লিক করুন। 

  • 7/7

ব্যবহারকারীরা টাইম স্ট্যাম্পের সাহায্যে এটাও জানতে পারবেন যে কোন ডিভাইসে কতক্ষণ ব্যবহার করা হয়েছে WhatsApp। 

Advertisement
Advertisement