গ্রাহকদের জন্য নয়া ফিচার এনে চমক দিল হোয়াটসঅ্যাপ। এবার কোনও ভিডিও গ্রুপ কল যদি আপনি মিস করে যান চাইলে সেটায় আবার জয়েন করতে পারবেন।
গ্রাহকদের জন্য অনেক আগেই গ্রুপ ভিডিও কল এনেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এতে যিনি মূল সঞ্চালক থাকেন, তিনি সবাইকে মূলত ইনভাইট পাঠান। তারপরেই অন্য কেউ জয়েন হতে পারেন।
কিন্তু অনেক সময়ে সেই ইনভাইট মিস হয়ে গেলে আর গ্রুপ কলে জয়েন হতে পারে না। এই জন্য নয়া এই ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নয়া এই ফিচারে আপনার কল লগে প্রথমে যেতে হবে। সেখানে মিস ভিডিও কল অপশন পাবেন। সেখানে ক্লিক করলে যেই গ্রুপ ভিডিও কল মিস করেছেন, সেখানে আবার জয়েন করতে পারবেন।
আবার চাইলে আপনি ইগনোর করতে পারেন। সেই সঙ্গে ভিডিও কলে কতজন রয়েছে এবং কতজনের অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু তারা আসেনি। সেই সবও দেখতে পারবেন।
সাধারণত এই আপডেটের ফলে যাদের জরুরি মিটিং কিংবা গুরুত্বপূর্ণ ভিডিও কলে জয়েন করার কথা, তাদের পক্ষে সুবিধা হবে।
অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীদের জন্য এই আপডেট নিয়ে আসা হয়েছে।