Advertisement

ইউটিলিটি

Aadhaar Card কি হারিয়ে গিয়েছে? মনে নেই নম্বরটাও! জেনে নিন কী করবেন

Aajtak Bangla
  • 21 Jul 2021,
  • Updated 4:03 PM IST
  • 1/8

সরকারি নিয়ম অনুযায়ী, Aadhaar সংক্রান্ত সমস্ত বিষয় Aadhaar কর্তৃপক্ষ বা UIDAI-এর নিয়ন্ত্রণাধীন। কিন্তু Aadhaar Card হারিয়ে গেলে কী করবেন?

  • 2/8

Aadhaar নম্বর খেয়াল থাকলে কোনও সমস্যা নেই। তবে যদি Aadhaar নম্বর বা এনরোলমেন্ট আইডি (EID) ভুলে গিয়ে থাকেন, তাহলে! চলুন জেনে নেওয়া যাক এ ক্ষেত্রে কী করতে হবে...

  • 3/8

Aadhaar নম্বর বা এনরোলমেন্ট আইডি (EID) পুনরুদ্ধারের জন্য uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

  • 4/8

প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে 'Retrieve Lost or Forgotten EID/UID' অপশনে ক্লিক করতে হবে।

  • 5/8

এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর 'Send OTP' অপশনে ক্লিক করতে হবে।

  • 6/8

এর পরে Aadhaar ইউজারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। পরবর্তী পেজে নির্দিষ্ট অংশে ওই OTP দিতে হবে।

  • 7/8

এই OTP সঠিক ভাবে দিতে পারলেই ইউজারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে Aadhaar নম্বর বা এনরোলমেন্ট আইডি (EID) চলে যাবে।

  • 8/8

এই নম্বর পাওয়ার পরে খুব সহজেই নতুন করে Aadhaar কার্ড বা EID প্রিন্ট করে নেওয়া যেতে পারবেন।

Advertisement
Advertisement