Advertisement

টেক

দেখা মাত্রই ছবি হবে গায়েব! আসছে WhatsApp-এর নয়া ফিচার, জানুন বিস্তারিত

Aajtak Bangla
  • 03 Mar 2021,
  • Updated 6:04 PM IST
  • 1/6

whatsapp disappearing photo features- অপশনটির জন্য পরীক্ষা চালাচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফিচারটি নিয়ে আসা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

  • 2/6

WaBetaInfo তথ্য অনুযায়ী, একবার কোনও ছবি এই ফিচারের মারফত কারোর ইনবক্সে আসলে দেখমাত্র তা গায়েব হয়ে যাবে। 

  • 3/6

জানা গিয়েছে, প্রথমে আপনাকে ছবিটি সিলেক্ট করতে হবে। তারপরে ঘড়ির মতো দেখতে একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করতে হবে।এরপরে ক্যাপশন যুক্ত করে কাউকে ছবি পাঠাতে পারেন। এভাবেই নয়া এই ফিচারটি কাজ করে। 

  • 4/6

disappearing photo  কাউকে পাঠালে, সে ছবিটি সেভ করতে পারবে না। ইনস্টাগ্রামের মতোই এই অপশনটি কাজ করবে।

  • 5/6

তবে এই ফিচারে স্ক্রিনশট ডিটেকশন ফিচার এখনও দেওয়া হয়নি। এই অপশনটি আসলে গ্যালারি স্পেস অনেকটাই হাল্কা হবে। 

  • 6/6

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের ব্যবহারকারীদের জন্য এই ফিচার নিয়ে আসা হচ্ছে।  খুব তাড়াতাড়ি এই ফিচার নিয়ে আসা হতে চলেছে বলে খবর।

Advertisement
Advertisement