Advertisement

টেক

WhatsApp Security: অচেনা জায়গায় নিরাপত্তা দেবে WhatsApp, সেটিংয়ে গিয়ে কীভাবে করবেন, রইল

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Jan 2023,
  • Updated 10:56 AM IST
  • 1/6

নিরাপত্তা আজকের সময় অত্যন্ত জরুরি একটি বিষয়। টেকনোলজি এগোনোর সঙ্গে সঙ্গে মোবাইলে একাধিক এমন ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্য ইমার্জেন্সির সময় নেওয়া যেতে পারে। যদিও বিভিন্ন নিরাপত্তা জনিত অ্যাপগুলি বেশি পপুলার নয়। কিন্তু আপনি whatsapp এর সাহায্যেই নিজের সেফটির বিষয়ে নজরে রাখতে পারেন।

  • 2/6

যদি আপনার আলাদা করে কোন থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। whatsapp এর মাধ্যমে সেফ থাকতে পারেন হোয়াটস্যাপ ইউজার্সরা। একাধিক সেফটি এবং ইমারজেন্সি অপশন দেবে। এর জন্য আপনি একটা ফিচার ব্যবহার করতে পারবেন।

  • 3/6

আমরা এখানে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ারিং ফিচার এর কথা বলছি। এতে আপনি আপনার লাইভ লোকেশন কোন ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার এর সঙ্গে শেয়ার করতে পারেন। এই ফিচারের ব্যবহার আপনি কোন যে কোন সিচুয়েশনে সেফ রাখতে পারবে।

  • 4/6

এটিকে অন করা অত্যন্ত সহজ। এর জন্য আপনাকে আপনার নির্ভরযোগ বন্ধু বা ফ্যামিলি মেম্বারের হোয়াটসঅ্যাপ চ্যাট বাক্স ওপেন করতে হবে। এখানে ফটো, ভিডিও এবং অন্যান্য একাধিক জিনিস শেয়ার করার অপশন পাবেন। এতে লোকেশন এবং অপশন সিলেক্ট করতে হবে।

  • 5/6

এর জন্য আপনাকে টাইম পিরিয়ডও সিলেক্ট করতে হবে। অর্থাৎ পরে আপনাকে লোকেশন। যার সঙ্গে আপনি শেয়ার করতে চান, তার হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে দেখতে পাবেন।

 

  • 6/6

এতে তারা জানতে পারবে যে আপনি এখন কোথায় যাচ্ছেন, কিছু সময় তারা আপনাকে কল করে তথ্য নিতে পারেন এবং সবকিছু ঠিক না হলে ইমারজেন্সি সার্ভিস ডাকতে পারেন। এই ফিচারে ব্যবহার রাতের সময় কোনও অজানা জায়গায় যাওয়ার সময় আপনি করতে পারেন।

Advertisement
Advertisement