Advertisement

ইউটিলিটি

Personal Loan Rejection: এই ৫ কারণে পার্সোনাল লোন রিজেক্ট করে ব্যাঙ্ক, সাবধান হন এখনই

Aajtak Bangla
Aajtak Bangla
  • 17 Jan 2026,
  • Updated 1:30 PM IST
  • 1/8

দরকারের সময় হাতে টাকা না থাকতেই পারে। আর এমন পরিস্থিতিতেই অনেকে পার্সোনাল লোন নেন। এই লোন নিয়েই সেই সময়ের মতো পরিস্থিতি সামাল দেন। তাই পার্সোনাল লোনের এত চাহিদা।

  • 2/8

তবে মাথায় রাখতে হবে, লোন নিতে চাইলেই ব্যাঙ্ক সবসময় লোন দেয় না। বরং কিছু নিয়ম মেনেই ব্যাঙ্ক দেয় ঋণ। নইলে তারা লোন রিজেক্ট করে দেয়। 
 

  • 3/8

এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন ক্ষেত্রে লোন রিজেক্ট করে দেয় ব্যাঙ্ক? আর সেই বিষয়টাই জানা হল নিবন্ধটিতে। তাই পার্সোনাল লোন নেওয়ার ইচ্ছে থাকলে এই ভুলগুলি করা যাব না।
 

  • 4/8

আপনার সিভিল স্কোর যদি ৭০০-এর নীচে থাকে, তাহলে লোন না দিতে চাইতে পারে ব্যাঙ্ক। তাই চেষ্টা করুন নিজের ক্রেডিট স্কোর সবসময় ৭০০-এর উপর রাখার। 

  • 5/8

যত টাকা লোন চাইছেন, সেই মতো যদি আয় না হয়, তখনও লোন রিজেক্ট হতে পারে। তাই সবার আগে নিজের লোন এলিজিবিটি বুঝে নিন। নইলে লোন চেয়ে লজ্জা পেতে হবে।

  • 6/8

ক্রেডিট হিস্ট্রি খারাপ থাকে। অর্থাৎ তাঁরা আগে লোনের টাকা ফেরত দিতে নিশ্চয়ই কোনও সমস্যা তৈরি করেছিলেন। আর সেই কারণেই তাঁদের লোন দিতে চায় না ব্যাঙ্ক। 
 

  • 7/8

একই মানুষের একাধিক লোন চললে সাবধান হয়ে যায় ব্যাঙ্ক। তাঁরা লোন দেয় না। তাই চেষ্টা করুন একাধিক লোন না নেওয়ার। বরং লোন যতটা সম্ভব কম নিন। তাতেই দরকারের সময় পেয়ে যাবেন। 
 

  • 8/8

লোন নেওয়ার ইতিহাস না থাকলেও ব্যাঙ্ক অনেক সময় পার্সোলান লোন দিতে চায় না। তাই লোন নেওয়ার ইচ্ছে থাকলে আগে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। তাহলে ক্রেডিট হিস্ট্রি তৈরি হবে। যার ফলে ঠিক ঠাক পেয়ে যাবেন লোন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement