Advertisement

ইউটিলিটি

7th Pay Commission: DA বৃদ্ধির পর কতটা হাউস রেন্ট অ্যালাউন্স বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? জেনে নিন

Aajtak Bangla
  • 20 Jul 2021,
  • Updated 2:10 PM IST
  • 1/8

১৪ জুলাই দেশের ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) সম্পর্কিত জল্পনার অবসান ঘটেছে। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • 2/8

ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বেড়েছে ১১ শতাংশ। ওই সিদ্ধান্তের ফলে ফলে মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছে।

  • 3/8

আগেই ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘ্য ভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এর পরেই গত বুধবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার।

  • 4/8

এই মুহূর্তে তিনটি DA এবং DR কিস্তিগুলি প্রাপ্য। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, সমস্ত DA এবং DR-এর কিস্তি সেপ্টেম্বরে ঘোষণা করা হবে। সে সময় কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের DA এবং DR ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে।

  • 5/8

কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বেতনের সঙ্গে একটি বিশেষ ভাতা বাবদ House Rent Allowance বা HRA পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, এই House Rent Allowance-এর অঙ্কেও পরিবর্তন আসতে চলেছে।

  • 6/8

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতনের তিনটি শ্রেণি বিন্যাস রয়েছে। যাঁদের বার্ষিক মূল বেতন ৫০ লক্ষের বেশি, তাঁরা প্রথম শ্রেণিতে (X class cities) রয়েছেন। যাঁদের বার্ষিক মূল বেতন ৫ লক্ষের বেশি, তাঁরা রয়েছেন দ্বিতীয় শ্রেণিতে (Y class cities) এবং যাঁদের বার্ষিক মূল বেতন ৫ লক্ষের কম, তাঁরা তৃতীয় শ্রেণিতে (Z class cities) রয়েছে।

  • 7/8

উল্লেখিত তিন শ্রেণির কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতনের সঙ্গে প্রাপ্ত House Rent Allowance বর্তমানে যথাক্রমে মূল বেতনের ২৪ শতাংশ, ১৬ শতাংশ এবং ৮ শতাংশ যা বেড়ে ২৭ শতাংশ, ১৮ শতাংশ এবং ৯ শতাংশ হতে চলেছে।

  • 8/8

সেই হিসাবে উল্লেখিত তিন শ্রেণির কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ন্যূনতম (বর্ধিত) House Rent Allowance-এর পরিমাণ যথাক্রমে ৫,৪০০ টাকা, ৩,৬০০ টাকা এবং ১,৮০০ টাকা হতে চলেছে।

Advertisement
Advertisement