Advertisement

ইউটিলিটি

7th Pay Commission: সন্তানের শিক্ষা ভাতায় বাড়তি সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের!

Aajtak Bangla
  • 06 Jul 2021,
  • Updated 12:10 PM IST
  • 1/7

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR) এর বকেয়া মেটানোর প্রস্তুতি চলেছে। জিসিএমের জাতীয় কাউন্সিলের মতে, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) DA এবং DR বকেয়া মেটানোর প্রক্রিয়া পুনরায় চালু হতে সময় লাগবে।

  • 2/7

তবে বকেয়া মেটানোর প্রক্রিয়া পুনরায় চালু হতে সময় লাগলেও করোনা পরিস্থিতির কারণে চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্স পেতে আর সমস্যায় পড়তে হবে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ, এডুকেশন অ্যালাওয়েন্সের ক্লেইমের টাকা পাওয়ার প্রক্রিয়া এখন আরও সরল করা হয়েছে।

  • 3/7

সপ্তম পে কমিশনের (7th Pay Commission) প্রস্তাবনা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের সন্তানের শিক্ষার খরচ বাবদ প্রতি মাসে ২,২৫০ টাকা করে পান। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে এই চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সের জন্য আবেদন করতে সমস্যা হচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

  • 4/7

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সের জন্য আবেদন করার প্রক্রিয়া এখন আরও সরল করা হয়েছে।

  • 5/7

নতুন নিয়মে সেল্ফ সার্টিফিকেশনের মাধ্যমে এই চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সের (CEA) জন্য আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

  • 6/7

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সন্তানের রেজাল্ট বা ফি পেমেন্টের ই-মেল বা এসএমএস-এর প্রিন্ট আউট সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে এই চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সের (CEA) জন্য আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

  • 7/7

সরকারি বিবৃতি অনুযায়ী, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সন্তান ২০২০ ও ২০২১ সালের শিক্ষাবর্ষের পড়ুয়া, তাঁরাও একই ভাবে এই চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সের (CEA) জন্য আবেদন করতে পারবেন।

Advertisement
Advertisement