Advertisement

ইউটিলিটি

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন

সুদীপ দে
  • 09 Mar 2021,
  • Updated 6:30 PM IST
  • 1/8

করোনা অতিমারীর কারণে ২০২০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কোনও রকম DA (Dearness Allowance) আর DR (Dearness Relief) বাড়েনি। যদিও সেই বকেয়া ভাতা খুব শীঘ্রই পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

  • 2/8

এই পদক্ষেপের ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

  • 3/8

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে DA বাড়তে চলেছে, বকেয়া DR (Dearness Relief) দেওয়া হবে পেনশনভোগীদের।

  • 4/8

এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা মোট ২১ শতাংশ DA আর DR পাবেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষাধিক কর্মচারী এবং প্রায় ৬০ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।

  • 5/8

জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মোট বকেয়া DA (Dearness Allowance) আর DR (Dearness Relief) দেওয়া শুরু হবে।

  • 6/8

১ জানুয়ারি, ২০২০ থেকে ১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত মোট তিনটি বকেয়া DA আর DR দেওয়া শুরু হচ্ছে আগামী জুলাই থেকেই। এ কথা লিখিত ভাবে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

  • 7/8

এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনকে কেন্দ্রীয় কোষাগারের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিল এবং বিশেষত মূদ্রাস্ফীতির উচ্চহারের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের যোগ্য হারে DA বৃদ্ধির জন্য তাঁকে অনুরোধ করেছিল।

  • 8/8

এই ঘোষণা সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বিরাট স্বস্তির খবর! জানুয়ারিতে DA বাড়ানো না হলেও জুলাইয়ে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে DA-সহ বেতন পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও বকেয়া DR (Dearness Relief)-সহ পেনশন পেতে চলেছেন।

Advertisement
Advertisement