মোট ২৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে আজই আবেদনের শেষ দিন। চলুন এই নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক...
২৯টি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। যোগ্য প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) অফিসিয়াল ওয়েবসাইট aai.aero থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদন করতে পারবেন, জেনে নিন সবিস্তারে...
উল্লেখিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন অপারেশন বিভাগের ২৯টি শূন্যপদের মধ্যে অপারেশন বিভাগে ১৪টি পদে ফাইনান্স বিভাগে ৬টি পদে এবং ইলেকট্রনিক্স বিভাগে ৯টি পদে নিয়োগ করা হবে।
ফাইনান্স বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বাণিজ্য বিভাগে বি.কম ডিগ্রী থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি ন্যুনতম ৩ থেকে ৬ মাসের কম্পিউটার বেসিক প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
অপারেশন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েশনের পাশাপাশি ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। এলএমভি লাইসেন্স (LMV License) থাকলে অগ্রাধিকার মিলবে।
ইলেকট্রনিক্স বিভাগে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অথবা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
উল্লেখিত তিনটি বিভাগেই আবেদনকারীর বয়স ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট aai.aero-এ নজর রাখুন। উল্লেখিত তিনটি বিভাগেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ৩৬,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত।
আবেদন করতে হবে অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের “CAREERS” লিঙ্কের মাধ্যমে। আবেদন করতে হবে ৩১ অগাস্ট, ২০২১-এর মধ্যে। আবেদন করার জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা জরুরি। এ ছাড়া অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখতে হবে এবং ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে অপলোড করতে হবে।