Advertisement

ইউটিলিটি

কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান? এই প্রকল্পে মিলবে ৭.৬% সুদ!

সুদীপ দে
  • 28 Feb 2021,
  • Updated 5:33 PM IST
  • 1/10

করোনা মহামারির কারণে বিমা ও সঞ্চয়ের গুরুত্ব মানুষ ভাল ভাবে টের পেয়েছেন। পোস্ট অফিসও সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান।

  • 2/10

পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডাররা এখন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB)-এর মাধ্যমে সহজেই বেসিক ব্যাঙ্কিং ট্রানজাকশন করতে পারেন।

  • 3/10

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA) হল পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প৷ Sukanya Samriddhi কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প৷

  • 4/10

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) অ্যাপের মাধ্যমে খুব সহজেই এখানে টাকা জমা দেওয়া যায়৷ সম্প্রতি DakPay নামে ডিজিটাল পেমেন্ট চালু করেছে কেন্দ্রীয় সরকার৷

  • 5/10

এই Sukanya Samriddhi যোজনায় বিনিয়োগকারী তাঁর মেয়ের নামে যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন৷

  • 6/10

এই অ্যাকাউন্টে বছরে ন্যুনতম ২৫০ টাকা জমা দেওয়া বাধ্যতামূলক৷ এই অ্যাকাউন্টে আবেদনকারী বছরে সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা জমা দিতে পারবেন৷

  • 7/10

পোস্ট অফিস আর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকরা এই DakPay ব্যবহার করতে পারবেন৷ চলুন জেনে নেওয়া যাক কী ভাবে অনলাইনে Sukanya Samriddhi অ্যাকাউন্টে টাকা রাখবেন...

  • 8/10

অনলাইনে Sukanya Samriddhi অ্যাকাউন্টে টাকা রাখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে টাকা দিতে হবে IPPB অ্যাকাউন্টে৷ তারপর DOP Product-এ গিয়ে Sukanya Samriddhi অ্যাকাউন্টে বেছে নিতে হবে৷

  • 9/10

এর পর SSY অ্যাকাউন্ট নম্বর আর DOP কাস্টমার আইডি দিতে হবে৷ পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর IPPB নোটিফিকেশনের সাহায্যে তা জানা যাবে৷

  • 10/10

চলতি অর্থবর্ষের চতুর্থ কোয়াটারে Sukanya Samriddhi অ্যাকাউন্টে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷

Advertisement
Advertisement