অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের অপেক্ষা করে থাকেন ক্রেতারা। কারণ এই সময় অনেক কম দামে জিনিস পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২৩ সেপ্টেম্বর থেকে এই সেল শুরু হচ্ছে। ইতিমধ্যেই এর ডিলস সামনে চলে এসেছে।
কোন জিনিসের কত দাম হবে তা নিয়ে এখনও সম্পূর্ণ তথ্য সামনে আনেনি Amazon। তবে লাইভ করে কোনও কোনও পণ্যের দাম জানানো হয়েছে সংস্থার তরফে। সেখানে একাধিক মোবাইল ও ল্যাপটপও ছিল।
ই-কমার্স প্ল্যাটফর্মটি স্মার্টফোন, ইলেকট্রনিক্স পণ্য, ল্যাপটপ এবং হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন জিনিসে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে। ক্রেতারা ব্যাঙ্কের তরফে অফারও পেতে পারেন। কোনও কোনও ব্যাঙ্ক আবার কেনাকাটার উপরও ছাড় দেবে।
যেমন Apple iPhone 16 (128 GB) কেনা যাবে ৬৯,৪৯৯ টাকা থেকে। অথচ এই ফোনটি গতবছর যখন লঞ্চ করেছিল তখন তার দাম ছিল ৭৯, ৯০০ টাকা।
Apple 2025 Macbook Air (13 Inch) এর দাম রাখা হচ্ছে ৮৪ হাজার টাকা মতো। এর দাম ছিল ১ লাখ টাকার আশপাশে।
এসি, প্রিন্টার্স, টিভি, ল্যাপটপ, মোবাইলেও ভালো ছাড় মিলবে এবারের অ্যামাজন সেলে। তেমনই ইঙ্গিত মিলেছে।
OnePlus Nord CE 4 এর প্রাথমিক ডিল প্রকাশ করা হয়েছে। গত বছর লঞ্চ হওয়া এই মিড-বাজেট ফোনটি ১৮,৪৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এই ফোনে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ৫০ এমপি ক্যামেরা, ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
টিভিতেও রয়েছে দুর্দান্ত অফার। QLED, Mini LED, OLED 4K স্মার্ট টিভিও সস্তায় বিক্রি হবে। অনেক ব্র্যান্ডের স্মার্ট টিভি কিনলে ব্যাঙ্ক থেকে ছাড়ের পাশাপাশি ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হবে।
গ্রাহকরা লাভা ও৩ (Lava O3) সবচেয়ে কম দামে কিনতে পারবেন। ব্যাঙ্কের অফারের পরে সেই ফোন কিনতে পারবেন মাত্র ৫,২১৯ টাকায়।