Advertisement

ইউটিলিটি

Recruit in Fire Department: রাজ্যে দমকলে প্রচুর নিয়োগ, শুধু ড্রাইভার পদেই ৩৭০ জন লাগবে, সব জানালেন মন্ত্রী

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2025,
  • Updated 12:52 PM IST
  • 1/11

দেখতে দেখতে চলে এল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সূত্রের খবর, মহালয়া থেকে জেলার বহু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

  • 2/11

মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর দেবী দুর্গার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মমতা  জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করবেন বলে সূত্রের খবর। 
 

  • 3/11


এদিকে আসন্ন দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য দমকল বিভাগ। দমকল মন্ত্রী সুজিত বসু ঘোষণা করেছেন, পুজোর আগেই রাজ্যে ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হবে। এর ফলে আগুন লাগার মতো অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।
 

  • 4/11

মন্ত্রী মঙ্গলবার নিউটাউন দমকল কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুর্গাপুজোর সময় দমকল বিভাগের কাজকর্ম, বড় দুর্ঘটনা এড়াতে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে, এবং জরুরি সেবার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 

  • 5/11

পুজোয় ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন সাধারণ মানুষ। তাই তাঁদের নিরাপত্তার স্বার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে দমকল বিভাগ। 
 

  • 6/11

আগামী ১৯ সেপ্টেম্বর দমকল বিভাগের ডিজির নেতৃত্বে বড় মণ্ডপগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে। মন্ত্রী জানান, কলকাতা ও শহরতলি অঞ্চলে ২৫টি ফায়ার কিয়স্ক থাকবে, যেখানে দমকলের কাজকর্ম দ্রুত সমন্বয় করা হবে।
 

  • 7/11

দমকল মন্ত্রী বলেন, পুজোর আগে রেডিওর মাধ্যমে সচেতনতা প্রচার চালানো হবে যাতে সাধারণ মানুষও প্রস্তুত থাকতে পারেন। পাশাপাশি রাজ্য সরকার খুব শিগগিরই আরও ২৫টি নতুন দমকল কেন্দ্র স্থাপন করবে।
 

  • 8/11

সুজিত বসু  জানান, দমকল বিভাগের কাজ এখন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২০১১ সালে রাজ্যে দমকল কেন্দ্র ছিল ১০৯টি। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬। নতুন দমকল কেন্দ্র তৈরি হলে এই সংখ্যা আরও বাড়বে।
 

  • 9/11

দমকল বিভাগকে আধুনিক করতে ফায়ার ড্রোন ও রোবটের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক পরিস্থিতি দ্রুত ও নিরাপদে মোকাবিলা করা যাবে। মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আদালতের জট কেটে গেলে দমকল বিভাগে নতুন নিয়োগও শুরু হবে।
 

  • 10/11

সুজিত বসু জানান, ওবিসি নিয়ে কোর্টে মামলা চলছে, তাই নতুন নিয়োগ দমকল বিভাবে সম্ভব হচ্ছে না। মামলা নিষ্পত্তি হলেই ১০০০ ফায়ার অপারেটর ও ৩৭০ ড্রাইফার দমকল বিভাগে নিয়োগ করা হবে।
 

  • 11/11

দুর্গাপুজোর মতো ভিড়ের সময় আগুন নিয়ন্ত্রণে রাখতে এই অস্থায়ী দমকল কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে রাজ্যে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে এবং দমকল বিভাগের কার্যক্ষমতা বাড়বে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement