Advertisement

ইউটিলিটি

বাংলার Mid Day Meal-এ মার্চ থেকে কী মিলবে, কতটা মিলবে! জেনে নিন

সুদীপ দে
  • 04 Feb 2021,
  • Updated 1:08 PM IST
  • 1/6

প্রায় এক বছর বন্ধ রয়েছে স্কুল। ফলে বন্ধ Mid Day Meal-এর রান্না। দীর্ঘ প্রায় ১ বছর বন্ধ থাকার পর আগামী সপ্তাহেই স্কুল খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার সঙ্গেই বাড়তে চলেছে Mid Day Meal-এর বরাদ্দ।

  • 2/6

মঙ্গলবার Mid Day Meal-এর বরাদ্দ বাড়ানো নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতেই Mid Day Meal-এর বরাদ্দ বাড়ানোর কথা জানানো হয়েছে।

  • 3/6

রাজ্য স্কুল শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসে Mid Day Meal-এ সোয়াবিন, ডাল ও চিনি দেওয়া হবে। এই অতিরিক্ত খাবারগুলি আগামী মার্চ, এপ্রিলে দেওয়া হবে।

  • 4/6

বলে রাখা ভাল, লকডাউনে স্কুল বন্ধ থাকলেও ওই সময় শিশুদের অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতি মাসে Mid Day Meal সংগ্রহ করছিলেন।

  • 5/6

প্রত্যেক মাসে Mid Day Meal প্রাপক শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার একটি সাবান।

  • 6/6

রাজ্য স্কুল শিক্ষা দফতরের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ বার Mid Day Meal-এ ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন আর ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা কেবলমাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে।

Advertisement
Advertisement