Advertisement

ইউটিলিটি

মাসে ১০০০ টাকা করে জমালেই হবে ১ কোটি! SIP-র ম্যাজিক বুঝে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Dec 2025,
  • Updated 6:37 PM IST
  • 1/7

বিনিয়োগ মার্কেটে SIP এখন হটকেক। আর্থিক ভাবে সচেতন বহু মানুষই SIP-তে বিনিয়োগ করতে সচেষ্ট হচ্ছেন। অনেক বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরুও করেন। কিন্তু আর্থিক টানাটানি ও আরও নানা কারণে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন না। 

  • 2/7

১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়

কোনও ব্যক্তি যদি চান, তবে মাসে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে কোনও ব্যক্তি কোটিপতি হতে পারেন।  নেহাত কথার কথা নয়, সত্যিই এক কোটি টাকা জমাতে পারেন কোনও ব্যক্তি।

  • 3/7

চক্রবৃদ্ধি হারের সুবিধা

SIP করার নিয়মই হল নির্দিষ্ট ফান্ডে বিনিয়োগ দীর্ঘমেয়াদের হিসেবে করতে হবে।  দীর্ঘ সময় ধরে বিনিয়োগে থাকলে চক্রবৃদ্ধি হারে রিটার্ন আসবে এবং লক্ষ লক্ষ টাকা লাভের সম্ভাবনা থাকবে। 

  • 4/7

৩০ বছরে গড় ২০% রিটার্ন

SIP-তে কয়েকটি ফান্ড বছরে ২০ শতাংশ রিটার্নও দেয়। এর সর্বশেষ উদাহরণ হল মিড-ক্যাপ ফান্ড। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড গত ৩০ বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ হারে গড় রিটার্ন দিয়েছেন।
 

  • 5/7

১০০০ টাকার SIP-তে ২০% রিটার্ন

SIP ক্যালকুলেটর অনুসারে, কোনও ব্যক্তি যদি ৩০ বছর আগে এই ফান্ডে মাসে ১০০০ টাকার SIP শুরু করতেন তাহলে তিনিও ২০ শতাংশ হারে রিটার্ন পেতেন। 

  • 6/7

৩০ বছর পর কত টাকা পাওয়া যাবে?

এই ফান্ডে ৩০ বছর ধরে বিনিয়োগ করলে মোট বিনিয়োগের পরিমাণ হত ৩ লক্ষ ৬০ হাজার টাকা। যার উপর সুদ মিলত ১ কোটি ৫৩ লক্ষ টাকা। ফলে মোট টাকা বেড়ে হত ১ কোটি ৫৬ লক্ষ টাকারও বেশি।

  • 7/7

বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত

যে কোনও ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত। বিনিয়োগের আগে অবশ্যই আর্থিক উপদেষ্টার সাহায্য নেওয়া জরুরি।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement