Advertisement

ইউটিলিটি

Low Credit Card Limit: আপনার ক্রেডিট কার্ডের লিমিট কেন কম? জেনে নিন ৫ কারণ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • Updated 3:36 PM IST
  • 1/9

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু তাদের লিমিট থাকে কম। আর এমনটা হওয়ার একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • 2/9

তাই আর সময় নষ্ট না করে দ্রুত সেই সব কারণগুলি সম্পর্কে জেনে নিন। তারপরই এই সব ভুলগুলি শুধরে নিন। আশা করছি, তাহলেই বাড়বে আপনার ক্রেডিট কার্ডের লিমিট বাড়বে। সমস্যা মিটে যাবে।

  • 3/9

অনেকেরই ক্রেডিট হিস্ট্রি থাকে না। অর্থাৎ তারা আগে কখনও লোন নেই। সেই কারণে অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড নেওয়ার সময় লিমিট থাকে কম। ধীরে ধীরে ব্যবহার করলে সেই লিমিট বাড়িয়ে দেয় ব্যাঙ্ক।

  • 4/9

অনেকেরই আয় যা, তার তুলনায় অনেক বেশি টাকা লোন নিয়ে নেন। যার ফলে বিপদ বাড়ে। তাদের ক্রেডিট লিমিট কমে যায়। সুতরাং সাবধান হন। বেশি টাকা ধার নেবেন না।

  • 5/9

আয় যদি কম থাকে, তাহলে কোনওভাবেই ক্রেডিট কার্ডের লিমিট বাড়বে না। তাই এখন থেকে চেষ্টা করুন আয় বাড়ানোর। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন আপনি টাকা পাবেন।

  • 6/9

কার্ড যদি বেশি ব্যবহার না করেন, তাহলেও ক্রেডিট কার্ডের লিমিট বাড়বে না। তাই চেষ্টা করুন মাঝে মধ্যেই কার্ডটা ব্যবহার করে নেওয়ার। তাহলেই সব সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।

  • 7/9

আপনি কি আগে কখনও ইএমআই দিতে লেট করেছেন? সেটাও ক্রেডিট কার্ড লিমিট কমিয়ে দিতে পারে। এমনকী পরবর্তীকালে লোন পেতেও হতে পারে সমস্যা।

  • 8/9

এছাড়া যতটা সম্ভব চেষ্টা করুন ক্রেডিট কার্ডে লোন না নেওয়ার। যতটা সম্ভব এড়িয়ে যান পরিস্থিতিত। আপনাকে ইএমআই ট্র্যাপে পড়তে হবে না।

  • 9/9

তবে প্রয়োজনে এই কার্ড ব্যবহার করতেই পারেন। কিন্তু তারপর ঠিক সময় দিয়ে দিন লোনের কিস্তি। তাহলে আর ক্রেডিট স্কোর কমবে না। উল্টে ব্যাঙ্ক আপনাকে টাকা দেওয়ার জন্য বসে থাকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement