ভারতের প্রত্যেক নাগরিকের জন্যে Aadhaar একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট বুকিং পর্যন্ত প্রায় সমস্ত সরকারি-বেসরকারি কাজের ক্ষেত্রে এটি একটি অপরিহার্য নথি।
PAN কার্ডের সঙ্গে Aadhaar যুক্ত করা না থাকলে আর্থিক লেনলেন সম্ভব নয়। মিলবে না EPF পরিষেবাও। যে কোনও রকম KYC-র ক্ষেত্রে Aadhaar একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।
এবার এই Aadhaar কার্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে UIDAI। কার্ডের আকার থেকে নথির তথ্য বদলের পদ্ধতিতে পরিবর্তন হতে চলেছে শীঘ্রই। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
Aadhaar কার্ডের মাপে পরিবর্তন: আগে Aadhaar কার্ড লম্বা ও সামান্য প্রশস্ত একটি প্লাস্টিকের কার্ড তৈরি করা হত। এবার থেকে ব্যাঙ্কের ডেবিট কার্ডের মতো আকৃতির Aadhaar Card তৈরি করবে UIADI। এই মাপের কার্ড ব্যবহার ও বহন করা অনেক সুবিধাজনক।
Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তনের পদ্ধতি: এ যাবৎ Aadhaar কার্ডে নিজের ঠিকানা পরিবর্তন করতে হলে Address Validation Letter-এর প্রয়োজন পড়ত। এ বার এই নয়মে বদল আসতে চলেছে।
নিজের ওয়েবসাইট থেকে এই Address Validation Letter-এর অপশন মুছে ফেলতে চলেছে UIDAI।
এখন থেকে Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য নতুন ঠিকানার যে কোনও রকমের প্রমাণপত্রের ছবি ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করলেই সেটি Aadhaar কার্ডে আপডেট হয়ে যাবে।
নয়া পদ্ধতিতে https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf এই লিঙ্কে নিজের নতুন ঠিকানার ছবি আপলোড করলেই সেটি Aadhaar কার্ডে আপডেট হয়ে যাবে। অর্থাৎ, Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তন এখন আরও সহজ!