Advertisement

ইউটিলিটি

Changes in Aadhaar Update Process: বদলাচ্ছে Aadhaar কার্ডের আকৃতি, আপডেট করার নিয়ম! জানেন তো?

Aajtak Bangla
  • 07 Jul 2021,
  • Updated 5:30 PM IST
  • 1/8

ভারতের প্রত্যেক নাগরিকের জন্যে Aadhaar একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট বুকিং পর্যন্ত প্রায় সমস্ত সরকারি-বেসরকারি কাজের ক্ষেত্রে এটি একটি অপরিহার্য নথি।

  • 2/8

PAN কার্ডের সঙ্গে Aadhaar যুক্ত করা না থাকলে আর্থিক লেনলেন সম্ভব নয়। মিলবে না EPF পরিষেবাও। যে কোনও রকম KYC-র ক্ষেত্রে Aadhaar একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।

  • 3/8

এবার এই Aadhaar কার্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে UIDAI। কার্ডের আকার থেকে নথির তথ্য বদলের পদ্ধতিতে পরিবর্তন হতে চলেছে শীঘ্রই। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 4/8

Aadhaar কার্ডের মাপে পরিবর্তন: আগে Aadhaar কার্ড লম্বা ও সামান্য প্রশস্ত একটি প্লাস্টিকের কার্ড তৈরি করা হত। এবার থেকে ব্যাঙ্কের ডেবিট কার্ডের মতো আকৃতির Aadhaar Card তৈরি করবে UIADI। এই মাপের কার্ড ব্যবহার ও বহন করা অনেক সুবিধাজনক।

  • 5/8

Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তনের পদ্ধতি: এ যাবৎ Aadhaar কার্ডে নিজের ঠিকানা পরিবর্তন করতে হলে Address Validation Letter-এর প্রয়োজন পড়ত। এ বার এই নয়মে বদল আসতে চলেছে।

  • 6/8

নিজের ওয়েবসাইট থেকে এই Address Validation Letter-এর অপশন মুছে ফেলতে চলেছে UIDAI।

  • 7/8

এখন থেকে Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য নতুন ঠিকানার যে কোনও রকমের প্রমাণপত্রের ছবি ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করলেই সেটি Aadhaar কার্ডে আপডেট হয়ে যাবে।

  • 8/8

নয়া পদ্ধতিতে https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf এই লিঙ্কে নিজের নতুন ঠিকানার ছবি আপলোড করলেই সেটি Aadhaar কার্ডে আপডেট হয়ে যাবে। অর্থাৎ, Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তন এখন আরও সহজ!

Advertisement
Advertisement