শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (Bank of Maharashtra)। জেশজুড়ে মোটা বেতনে মোট ১৫০টি শূন্যপদে জেনারেল অফিসার নিয়োগ করা হচ্ছে।
ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের (Bank of Maharashtra) জেনারেল অফিসার পদে আবেদন করার শেষ দিন ৬ এপ্রিল, ২০২১। অর্থাৎ, আবেদন জানানোর জন্য হাত আর মাত্র একটা দিন বাকি! চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
শিক্ষাগত যোগ্যতা: জেনারেল অফিসার পদের জন্য আবেদনকারীকে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনও বিভাগে স্নাতক হতে হবে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
ইচ্ছুক আবেদনকারীদের CA, CFA, ICWA, FRM করা থাকলেও জেনারেল অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও প্রার্থীদের কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি। প্রার্থীদের যে কোনও ব্যাঙ্কে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
বয়সসীমা ও বেতন: ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন। জেনারেল অফিসার পদের মাসিক বেতন ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা।
নিয়োগের পদ্ধতি: প্রথমে অনলাইনে নিয়োগের পরীক্ষা দিতে হবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের সফল প্রার্থীদের জেনারেল অফিসার পদে নিয়োগ করা হবে। নিয়োগের প্রথম এক বছর কর্মীদের প্রভিশনে থাকতে হবে।
আবেদনের ফি: জেনারেল অফিসার পদে আবেদনের জন্য ১,১৮০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতির প্রার্থীদের এই ফি বাবদ ১১৮ টাকা দিতে হবে। মহিলা ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা www.bankofmaharashtra.in লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। ৬ এপ্রিল, ২০২১-এর মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যে রেজিস্ট্রেশন স্লিপ পাবেন সেটিকে যত্ন করে রেখে দিতে হবে। নিয়োগের পরবর্তীতে রেজিস্ট্রেশন স্লিপের প্রয়োজন হতে পারে। আরও জানতে এই www.bankofmaharashtra.in লিংকে ক্লিক করুন।