Advertisement

ইউটিলিটি

Bank Strike: ফেব্রুয়ারির Bank Strike পিছল! কবে ধর্মঘটে যাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা?

Aajtak Bangla
  • 09 Feb 2022,
  • Updated 8:52 PM IST
  • 1/8

বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক কর্মীরা ফের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

  • 2/8

এই ধর্মঘটের কারণ হিসেবে কেন্দ্র সরকারের শ্রম ও জনবিরোধী নীতিকে দায়ি করছেন ব্যাঙ্ক কর্মীরা। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) এবং বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে ধর্মঘটের ঘোষণা করেছিল।

  • 3/8

তবে শেষ পর্যন্ত ২৩, ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট মুলতুবি করল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।

  • 4/8

সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU) জানিয়েছে যে, এখন এই ধর্মঘট ২৩, ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে।

  • 5/8

এর সঙ্গে, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়াও (BEFI) এই ধর্মঘটের তারিখ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।

  • 6/8

ফেব্রুয়ারিতে এমনিতেই নানা ছুটিছাটায় ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। তার উপর আরও ২ দিন ধর্মঘটের জন্য বন্ধ থাকলে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ।

  • 7/8

সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU)-এর এই ঘোষণায় আপাতত কিছুটা স্বস্তি মিলেছে।

  • 8/8

মার্চ মাসে কবে হচ্ছে এই ব্যাঙ্ক ধর্মঘট?
এখন এই ধর্মঘট ২৮ ও ২৯ মার্চ হওয়ার কথা। একই সময়ে, নতুন শ্রম আইন সরকারি খাতের উদ্যোগের (PSU) বেসরকারীকরণের প্রতিবাদে অন্যান্য সংগঠন ধর্মঘট করছে।
 

Advertisement
Advertisement