বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক কর্মীরা ফের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছিলেন।
এই ধর্মঘটের কারণ হিসেবে কেন্দ্র সরকারের শ্রম ও জনবিরোধী নীতিকে দায়ি করছেন ব্যাঙ্ক কর্মীরা। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (CTU) এবং বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে ধর্মঘটের ঘোষণা করেছিল।
তবে শেষ পর্যন্ত ২৩, ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট মুলতুবি করল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।
সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU) জানিয়েছে যে, এখন এই ধর্মঘট ২৩, ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে।
এর সঙ্গে, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়াও (BEFI) এই ধর্মঘটের তারিখ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।
ফেব্রুয়ারিতে এমনিতেই নানা ছুটিছাটায় ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। তার উপর আরও ২ দিন ধর্মঘটের জন্য বন্ধ থাকলে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ।
সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU)-এর এই ঘোষণায় আপাতত কিছুটা স্বস্তি মিলেছে।
মার্চ মাসে কবে হচ্ছে এই ব্যাঙ্ক ধর্মঘট?
এখন এই ধর্মঘট ২৮ ও ২৯ মার্চ হওয়ার কথা। একই সময়ে, নতুন শ্রম আইন সরকারি খাতের উদ্যোগের (PSU) বেসরকারীকরণের প্রতিবাদে অন্যান্য সংগঠন ধর্মঘট করছে।