গত ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। পরিস্থিতি সামাল দিতে ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সারাদিনে হাতে-গোনা ট্রেন চলছে রেলকর্মীদের জন্য।
বিগত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত। ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে ৩০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন হাজার খানেক কর্মী।
এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে কোনও সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি দিতে নারাজ রেল কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদেরই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি মিলেছে।
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উপযুক্ত পরিচয়পত্র দেখাতে পারলে তবেই স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীরা যদি পরিচয়পত্র দেখিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি পান, তাহলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বাংলার ব্যাঙ্ককর্মীরা অনুমতি পাবেন না কেন, প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক উনিয়ন্স (UFBU)-এর প্রাক্তন আহ্বায়ক গৌতম বসু।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের (SBIOA) সাধারণ সম্পাদক তথা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভজ্যোতি চট্টপাধ্যায় বলেন, “কোভিড যোদ্ধার স্বীকৃতি মিললেও মেলেনি তেমন কোনও বিশেষ সুযোগ-সুবিধা। তাই দেশজুড়ে ব্যাঙ্কিং ক্ষেত্রের জরুরি পরিষেবা সচল রাখতে যথেষ্ট ‘কাঠ-খড় পোড়াতে হচ্ছে’ ব্যাঙ্ককর্মীদের। উল্টে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার ‘অপরাধে’ প্রতিদিন জরিমানা করা হচ্ছে ব্যাঙ্ককর্মীদের।”
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দেশজুড়ে লক্ষাধিক ব্যাঙ্ককর্মী করোনায় আক্রান্ত, প্রাণ হারিয়েছেন প্রায় ১,২০০। প্রাণ হাতে নিয়ে যাঁরা ব্যাঙ্কিং ক্ষেত্রের জরুরি পরিষেবা সচল রাখতে চেষ্টা চালাচ্ছেন, তাঁদেরই নিয়মিত জরিমানা দিতে হচ্ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার ‘অপরাধে’!
সোমবারই ব্যাঙ্ককর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি চেয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক উনিয়ন্স (UFBU)-এর আহ্বায়ক গৌতম নিয়োগি।
ব্যাঙ্ককর্মীদের নিত্যযাত্রার দুর্ভোগ কমাতে পূর্ব রেল কর্তৃপক্ষের পাশাপাশি জরুরি পরিবহণ সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে এ রাজ্যের UFBU-এর আহ্বায়ক গৌতম নিয়োগি।
বৃহস্পতিবার ব্যাঙ্ককর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি চেয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভজ্যোতি চট্টপাধ্যায়। কিন্তু এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি পূর্ব রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করছে রাজ্যের ব্যাঙ্ক পরিষেবার ভবিষ্যতের হাল।