Advertisement

ইউটিলিটি

Bhai Phota Gift: ভাইফোঁটায় ভাই-বোনকে কী দেবেন? ২০০-৩০০ টাকার মধ্যে গিফটের খোঁজ রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • Updated 6:06 PM IST
  • 1/9

ভাইফোঁটা হল ভাই ও বোনের মিলন উৎসব। এ দিন ভাই-দাদার কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু চান দিদি-বোনেরা।

  • 2/9

এ দিন জমিয়ে চলে খাওয়া দাওয়া। মিষ্টিমুখ হয়। পাশাপাশি মাছ, মাংস সহ একাধিক পদ খাওয়ানো হয়। 

  • 3/9

তবে শুধু খাওয়াদাওয়াতেই শেষ হয় না ভাইফোঁটা পর্ব। বরং ভাই-বোনেরা একে অপরকে গিফট দিয়েও থাকে।

  • 4/9

মুশকিল হল, সবসময় হাতে একগাদা টাকা থাকে না। এমন পরিস্থিতিতে বাজেটে কী গিফট দেওয়া যায়, সেটা খোঁজার চেষ্টা চলে।

  • 5/9

তবে এই সমস্যার সহজ সমাধান দিচ্ছি আমরা। এই নিবন্ধে এমন কয়েকটি গিফটের কথা জানান হল, যেগুলির দাম ২০০-৩০০ টাকার মধ্যে।

  • 6/9

এখন পুরুষ থেকে মহিলা, সকলেই নিয়মিত ব্যবহার করেন পারফিউম। আর পারফিউমের দাম মোটামুটি সাধ্যের মধ্যে। তাই এমন একটা গিফট কিনতেই পারেন।

  • 7/9

মহিলারা ব্যাগের ফ্যান। আর এখন অনেক ব্যাগই বাজেটের মধ্যেই পাওয়া যায়। অপরদিকে ভাইয়ের জন্যও অল্প খরচে মানি ব্যাগ কিনে গিফট দিতে পারেন।

  • 8/9

টি-শার্ট পরতে কে না ভালোবাসে বলুন! তাই বাজেটের মধ্যে একটা টি-শার্ট কিনে ভাই-বোনকে গিফট করুন। তার মুখে খুশির হাসি ফুটবে।

  • 9/9

ভাই বা বোন যদি পড়তে ভালোবাসে, তাহলে তার জন্য একটা পছন্দের বই কিনে দিতেই পারেন। অনেক বইয়ের দামই ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement