ভাইফোঁটা হল ভাই ও বোনের মিলন উৎসব। এ দিন ভাই-দাদার কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু চান দিদি-বোনেরা।
এ দিন জমিয়ে চলে খাওয়া দাওয়া। মিষ্টিমুখ হয়। পাশাপাশি মাছ, মাংস সহ একাধিক পদ খাওয়ানো হয়।
তবে শুধু খাওয়াদাওয়াতেই শেষ হয় না ভাইফোঁটা পর্ব। বরং ভাই-বোনেরা একে অপরকে গিফট দিয়েও থাকে।
মুশকিল হল, সবসময় হাতে একগাদা টাকা থাকে না। এমন পরিস্থিতিতে বাজেটে কী গিফট দেওয়া যায়, সেটা খোঁজার চেষ্টা চলে।
তবে এই সমস্যার সহজ সমাধান দিচ্ছি আমরা। এই নিবন্ধে এমন কয়েকটি গিফটের কথা জানান হল, যেগুলির দাম ২০০-৩০০ টাকার মধ্যে।
এখন পুরুষ থেকে মহিলা, সকলেই নিয়মিত ব্যবহার করেন পারফিউম। আর পারফিউমের দাম মোটামুটি সাধ্যের মধ্যে। তাই এমন একটা গিফট কিনতেই পারেন।
মহিলারা ব্যাগের ফ্যান। আর এখন অনেক ব্যাগই বাজেটের মধ্যেই পাওয়া যায়। অপরদিকে ভাইয়ের জন্যও অল্প খরচে মানি ব্যাগ কিনে গিফট দিতে পারেন।
টি-শার্ট পরতে কে না ভালোবাসে বলুন! তাই বাজেটের মধ্যে একটা টি-শার্ট কিনে ভাই-বোনকে গিফট করুন। তার মুখে খুশির হাসি ফুটবে।
ভাই বা বোন যদি পড়তে ভালোবাসে, তাহলে তার জন্য একটা পছন্দের বই কিনে দিতেই পারেন। অনেক বইয়ের দামই ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।