এক সময় ইয়ারবাড মানেই ছিল বিলাসবহুল গ্যাজেট। যাঁরা গান শুনতে ভালবাসতেন বা ভিডিও কল করেন ঘনঘন, তাঁদের ২-৩ হাজার টাকা খরচ করতেই হত একটা মানসম্মত বাডসের জন্য। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গিয়েছে।
বর্তমানে বাজারে এমন একাধিক ইয়ারবাড পাওয়া যাচ্ছে, যেগুলির দাম এক হাজার টাকারও কম। যদিও প্রিমিয়াম ব্র্যান্ডের মতো সাউন্ড কোয়ালিটি নয়, কিন্তু দামের তুলনায় পারফরম্যান্স একেবারেই প্রশংসনীয়। ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো।
বাজেটের মধ্যে সেরা ৫টি ইয়ারবাডস (৯০০ টাকার নীচে)
pTron Bassbuds Astra – ৫৯৯ টাকা
৩৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ফিচার হিসেবে রয়েছে দ্রুত কানেকশন, টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই মডেলটি।
boAt Airdopes Plus ৩১১-৭৯৯ টাকা
আকর্ষণীয় গ্লাস ডিজাইন। ফাস্ট চার্জিং ও একাধিক কালার অপশন। boAt-এর এই বাডসটি ডিজাইন আর পারফরম্যান্সে দুর্দান্ত।
GOBOULT Z20 Pro-৮৯৯ টাকা
৬০ ঘণ্টার প্লে টাইম (চার্জিং কেস সহ)। কোয়াড মাইক সিস্টেম থাকায় কলিং কোয়ালিটি অত্যন্ত পরিষ্কার।
Noise VS501-৮৯৯৯ৃ টাকা
৫০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। কোয়াড মাইক সিস্টেম ও ENC (Environmental Noise Cancellation) সাপোর্ট। যাঁরা দীর্ঘক্ষণ মিউজিক শোনেন, তাঁদের জন্য এটি দারুণ চয়েস।
ruke Buds Elite-৫৯৯টাকা
৭০ ঘণ্টার চমকপ্রদ ব্যাটারি ব্যাকআপ। ডুয়াল মাইক ও ENC ফিচার, যা এই দামে দুর্লভ।