Advertisement

ইউটিলিটি

Best Earbuds Under 1000: ৫৯৯ টাকা থেকে শুরু, সস্তায় দুর্দান্ত কিছু earbuds যা দারুণ কাজের

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Nov 2025,
  • Updated 2:23 AM IST
  • 1/7

এক সময় ইয়ারবাড মানেই ছিল বিলাসবহুল গ্যাজেট। যাঁরা গান শুনতে ভালবাসতেন বা ভিডিও কল করেন ঘনঘন, তাঁদের ২-৩ হাজার টাকা খরচ করতেই হত একটা মানসম্মত বাডসের জন্য। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গিয়েছে।

  • 2/7

বর্তমানে বাজারে এমন একাধিক ইয়ারবাড পাওয়া যাচ্ছে, যেগুলির দাম এক হাজার টাকারও কম। যদিও প্রিমিয়াম ব্র্যান্ডের মতো সাউন্ড কোয়ালিটি নয়, কিন্তু দামের তুলনায় পারফরম্যান্স একেবারেই প্রশংসনীয়। ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো।

  • 3/7

বাজেটের মধ্যে সেরা ৫টি ইয়ারবাডস (৯০০ টাকার নীচে)

pTron Bassbuds Astra – ৫৯৯ টাকা
৩৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ফিচার হিসেবে রয়েছে দ্রুত কানেকশন, টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই মডেলটি।

  • 4/7

boAt Airdopes Plus ৩১১-৭৯৯ টাকা
আকর্ষণীয় গ্লাস ডিজাইন। ফাস্ট চার্জিং ও একাধিক কালার অপশন। boAt-এর এই বাডসটি ডিজাইন আর পারফরম্যান্সে দুর্দান্ত।

  • 5/7

GOBOULT Z20 Pro-৮৯৯ টাকা
৬০ ঘণ্টার প্লে টাইম (চার্জিং কেস সহ)। কোয়াড মাইক সিস্টেম থাকায় কলিং কোয়ালিটি অত্যন্ত পরিষ্কার।

  • 6/7

Noise VS501-৮৯৯৯ৃ টাকা
৫০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। কোয়াড মাইক সিস্টেম ও ENC (Environmental Noise Cancellation) সাপোর্ট। যাঁরা দীর্ঘক্ষণ মিউজিক শোনেন, তাঁদের জন্য এটি দারুণ চয়েস।

 

  • 7/7

ruke Buds Elite-৫৯৯টাকা
৭০ ঘণ্টার চমকপ্রদ ব্যাটারি ব্যাকআপ। ডুয়াল মাইক ও ENC ফিচার, যা এই দামে দুর্লভ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement