করোনার জোরে এখন মোটামুটি সমস্ত স্কুল, কলেজেই অনলাইন ক্লাসে পঠনপাঠন চলছে। পরিস্তিতির সঙ্গে মানিয়ে নিতে দফায় দফায় বদলেছে সিলেবাস, পরীক্ষার তারিখ।
কিন্তু বোর্ডের পরীক্ষা কবে, কী ভাবে হবে এ প্রশ্ন প্রায় সকল পড়ুয়া ও অভিভাবকদের মনেই ঘোরা ফেরা করছে। তাহলে কবে হতে পারে CBSE, ICSE, ISC বোর্ডের পরীক্ষা? জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
বর্তমানে করোনা সংক্রমণের ভয়াবহতার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেও CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কোনও পরীক্ষাতেই বসতে হচ্ছে না৷
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ দিন জানান, ফেব্রুয়ারির পর দেশের সর্বত্র করোনা পরিস্থিতি বিবেচনা করে বোর্ডের পরীক্ষার দিন-ক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
একে মহামারির আবহ, তার উপর সামনেই বিধানসভা নির্বাচন। সামনেই দেশের ৫টি রাজ্যে ভোট রয়েছে। তাই ওই রাজ্যগুলির বোর্ডের পরীক্ষা হবে তার পরেই। একই কারণে, ICSE, ISC বোর্ডের পরীক্ষাও মে-জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি এ কথা ICSE স্কুলগুলির সর্বভারতীয় সংগঠনের বার্ষিক সম্মেলনে জানানো হয়েছে।
কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) প্রধান কার্যনির্বাহী ও সচিব জেরি আরথুনের কথায়, আগামী ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ভোট পর্ব মেটার পরই হয়তো বিভিন্ন বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিলেন ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না।