Advertisement

ইউটিলিটি

BRO Recruitment 2021: মাধ্যমিক পাশেই Border Roads Organization-এ চাকরি, বেতন ৯২,৩০০ টাকা পর্যন্ত!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2021,
  • Updated 2:38 PM IST
  • 1/10

প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে প্রতিরক্ষা মন্ত্রকের Border Roads Organization! ড্রাফটসম্যান, স্টোর সুপারভাইজর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিও মেকানিক, মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন), মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) এবং স্টোর কিপার টেকনিক্যাল পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে। নির্বাচিত সফল কর্মীরা মাসে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 2/10

মোট ৬২৭টি শূন্যপদে তরুণদের নিচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের Border Roads Organization। এর মধ্যে ড্রাফটসম্যান পদে ৪৩টি, স্টোর সুপারভাইজর পদে ১১টি, রেডিও মেকানিক পদে ৪টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ১টি, মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন) পদে ১০০টি, মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) পদে ১৫০টি এবং স্টোর কিপার টেকনিক্যাল পদে মোট ৩১৮টি আসন রয়েছে।

  • 3/10

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ অথবা স্বীকৃত ডিগ্রিধারী এবং আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশীপের ২ বছরের সার্টিফিকেট অথবা ড্রাফটসম্যান (সিভিল) সার্টিফিকেট অথবা মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি কন্ট্রোল বা স্টোর কিপিংয়ের স্বীকৃত সার্টিফিকেট থাকতে হবে।

  • 4/10

শিক্ষাগত যোগ্যতা: নয়তো প্রার্থীদের উল্লেখিত পদগুলির জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের-এর ক্লাস-ওয়ান কোর্স পাশ অথবা বিল্ডিং কন্সট্রাকশন বা ব্রিকস ম্যাসন-এর সার্টিফিকেট অথবা ম্যাসন-এর ক্লাস-টু কোর্স পাশ অথবা মেকানিক মোটর বা ভিকেলস বা ট্র্যাক্টর-এর সার্টিফিকেট অথবা ড্রাইভার প্লান্ট অ্যান্ড মেকানিক ট্রান্সপোর্ট-এর ক্লাস-টু কোর্স পাশ করা হতে হবে।

  • 5/10

শিক্ষাগত যোগ্যতা: নয়তো ডিফেন্স সার্ভিস রেগুলেশন্সে বর্ণিত স্টোরম্যান টেকনিক্যালের জন্য ক্লাস-ওয়ান কোর্স অথবা রেডিও মেকানিক সার্টিফিকেট অথবা ডিফেন্স ট্রেড সার্টিফিকেট অথবা ওয়ারলেস অপারেটর অ্যান্ড কিবোর্ড-এর ক্লাস-ওয়ান কোর্স পাশ অথবা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট থাকা চাই।

  • 6/10

বয়সসীমা: প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছর বা ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

  • 7/10

ড্রাফটসম্যান, স্টোর সুপারভাইজর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিও মেকানিক, মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন), মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) এবং স্টোর কিপার টেকনিক্যাল পদে নির্বাচিত সফল কর্মীদের মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে শুরু করে ৯২,৩০০ টাকা পর্যন্ত।

  • 8/10

প্রার্থী বাছাই করা হবে প্রথমে লিখিত পরীক্ষা, পরে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শেষে প্র্যাক্টিক্যাল (ট্রেড) টেস্টের মাধ্যমে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

  • 9/10

ইংরাজি বা হিন্দিতে নির্ধারিত বয়ানে আবেদন জানাতে হবে। দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411015। দূরবর্তী স্থানের প্রার্থীদের ক্ষেত্রে ২০ মে-র মধ্যে আবেদনপত্র পৌঁছানো চাই।

  • 10/10

আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। অনলাইনে ফি দিতে হবে Commandant, GREF Centre, Pune-411015-এর অনুকূলে। দরখাস্তের বয়ান পেতে বা এ বিষয়ে সবিস্তারে জানতে ক্লিক করুন www.bro.gov.in ওয়েবসাইটে।

Advertisement
Advertisement