Advertisement

ইউটিলিটি

BSNL: ৫৯৯ টাকায় ৬০MBPS স্পিড, সঙ্গে আনলিমিটেড ডেটা

Aajtak Bangla
  • 12 Nov 2020,
  • Updated 4:17 PM IST
  • 1/5

জিও ফাইবার (JIO Fiber) ও এয়ারটেল এক্সট্রিম ফাইবারের(Airtel Xstream Fiber) সঙ্গে এবার প্রতিযোগিতার ময়দানে বিএসএনএল (BSNL)। ৫৯৯ টাকায় বিএসএনএল আনছে ফাইবার বেসিক প্লাস প্ল্যান। এতে গ্রাহক পাবেন ৬০ এমবিপিএস (60 MBPS) স্পিডে আনলিমিটেড ডেটা। 

  • 2/5

এই নতুন প্ল্যানটি সেই সব সার্কেলেই প্রযোজ্য যেখানে সংস্থা  FTTH অর্থাৎ Fiber To The Home সরবরাহ করে। 

  • 3/5

এক রিপোর্টে জানা যাচ্ছে, এর পাশাপাশি ৪৪৯ টাকার প্ল্যানেও পরিবর্তন এনেছে সংস্থা। ১১ নভেম্বর থেকেই তা চালু করা হয়েছে।

  • 4/5

এই প্ল্যানে সংস্থা আনলিমিটেড ডেটার কথা বললেও আসলে আপনি পাবেন ৩৩০০ জিবি (3300GB) ডেটা ক্যাম্পিং। আর যদি আপনি এক মাসের মধ্যে ৩৩০০ জিবি ডেটা শেষ করে ফেলেন তাহলে ২ এমবিপিএস স্পিড পাবেন। তবে এই স্পিডে কোনও সীমাবদ্ধতা নেই। অর্থাত এটা আপনি সারা মাস জুড়ে পাবেন।

  • 5/5

এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘন্টা আনলিমিটেড যে কোনও নেটওয়ার্কে কল করার সুবিধাও পাবেন। পাশাপাশি ৪৪৯ টাকার প্ল্যানেও পরিবর্তন করে এই সুবিধা আনা হয়েছে। সেক্ষেত্রে আন্দামান নিকোবর ছাড়া সারা দেশে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই ৪৪৯ টাকার প্ল্যানে ৩০ এমবিপিএস (30MBPS) স্পিডের সুবিধা দেওয়া হয়েছে।

 

Advertisement
Advertisement