Advertisement

ইউটিলিটি

West Bengal Voter List 2022: নতুন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? দেখে নিন, আবেদন করুন বাড়িতে বসেই

Aajtak Bangla
  • 10 Nov 2022,
  • Updated 2:33 PM IST
  • 1/9

Check West Bengal Voter List 2022: আসন্ন পঞ্চায়েত ভোটের আগে প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, এবার কমেছে রাজ্যের ভোটার সংখ্যা।

  • 2/9

এ বছর নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটার তালিকার খসড়া অনুযায়ী, পশ্চিমবঙ্গে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লাখ ২ হাজার ৭৩১ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৮৮৩ জন। এ রাজ্যে বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যা প্রায় দেড় লক্ষেরও বেশি।

  • 3/9

এই বছর বাংলায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন। গতবার রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। অর্থাৎ, এ বছর নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটার তালিকার খসড়ায় বাদ পড়েছে এ রাজ্যের ১২,৫৭৭ জন ভোটারের নাম।

  • 4/9

সূত্রের খবর, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মৃতদের নাম। তাছাড়া, তথ্যে অসঙ্গতির কারণেও কিছু নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েনি তো? কীভাবে জানবেন খসড়া তালিকায় আপনার নাম আছে কি-না? যদি নাম বাদ পড়ে সে ক্ষেত্রে কী করতে হবে? ঘরে বসে মোবাইল থেকেই জেনে নিন এ সব প্রশ্নের উত্তর...

  • 5/9

প্রথমে এই http://ceowestbengal.nic.in ওয়েবসাইটে ঢুকে ‘Electoral Roll (Voter List) 2022’ বিকল্পটি বেছে নিয়ে সেটিতে ক্লিক করতে হবে। তার পর জেলার তালিকা থেকে নিজের জেলার নাম বেছে নিয়ে তাতে ক্লিক করতে হবে।

  • 6/9

এ বার নিজের বিধানসভা কেন্দ্র বেছে নিয়ে তাতে ক্লিক করতে হবে। এখানে একটি তালিকা (ড্রপ ডাউন মেনু) খুলে যাবে। এই তালিকা থেকে নিজের বুথ-কেন্দ্রটি খুঁজে (Voter ID কার্ডের পিছনের দিকে লেখা থাকে) নিন।

  • 7/9

নিজের বুথ-কেন্দ্র খুঁজে সেটিতে ক্লিক করলেই ডাউনলোড করা যাবে ওই এলাকার ভোটার তালিকা। এ বার এই তালিকায় Voter ID নম্বর মিলিয়ে দেখে নিতে হবে যে ওই তালিকায় আপনার নাম রয়েছে কি-না। যদি না থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নিন।

  • 8/9

আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক ভোটারের নিজস্ব বুথে এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। প্রতি শনিবার ও রবিবার বুথস্তরের আধিকারিকেরা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনপত্র জমা নেবেন। সংশ্লিষ্ট জেলার SDO, BDO অফিসে গিয়েও নাম তোলার আবেদন করা যাবে।

  • 9/9

অনলাইনে আবেদন করেও ভোটার তালিকায় নাম তোলা যাবে। সেজন্য nsvp.in, voterportal.eci.gov.in এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়া ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানানো যাবে।

Advertisement
Advertisement