Advertisement

ইউটিলিটি

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম

Aajtak Bangla
  • 06 Mar 2023,
  • Updated 10:19 AM IST
  • 1/8

Chicken Price Hike: ফেব্রুয়ারি মাসে চিকেনের দাম বেশ কিছুটা কমেছিল। কিন্তু গত মাসের শেষ সপ্তাহ থেকেই মুরগির মাংসের চাহিদা আর দাম বাড়তে শুরু করেছে। গত এক মাসে কেজিতে প্রায় ৬৫-৭০ টাকা বেড়ে গিয়েছে চিকেনের দর।

  • 2/8

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে চিকেনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। গত ১০ দিনে কেজিতে প্রায় ৫৫-৬০ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম, এক সপ্তাহের মধ্যেই মাংসের দাম ৫০ টাকা বেড়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সোমবার (০৬ ফেব্রুয়ারি, ২০২৩) কোন জেলায় চিকেনের দাম কত যাচ্ছে...

  • 3/8

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৫৩-১৬১ টাকা, চিকেন (কাটা) ২৪৫-২৫০ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৪৪-১৫১ টাকা, চিকেন (কাটা) ২৩৫-২৪০ টাকা কেজি।

  • 4/8

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩৯-১৪৪ টাকা আর কাটা ২৩০-২৩৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৩৮-১৪৪ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি।

  • 5/8

হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫-২৪০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৪২-১৪৮ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি।

  • 6/8

বীরভূমে চিকেনের দাম গোটা ১৩৮-১৪৪ টাকা কেজি আর কাটা ২৩০-২৩৫ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫-২৪০ টাকা কেজি।

  • 7/8

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১৩৩-১৩৯ টাকা কেজি আর কাটা ২২০-২২৫ টাকা কেজি। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেনের দাম (গোটা) প্রতি কেজি ১২৬-১৩৩ টাকা আর কাটা ২১০-২১৫ টাকা কেজি।

  • 8/8

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কেজিতে ১৩০-১৩৮ টাকা আর কাটা মাংসের দাম ২২০-২২৫ টাকা কেজি। দার্জিলিংয়ে চিকেন গোটা ১৩৩-১৪৩ টাকা কেজি আর কাটা ২২৫-২৩০ টাকা কেজি। আলিপুরদুয়ারে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৬-১৩২ টাকা আর কাটা মাংস ২১০-২১৫ টাকা কেজি।

Advertisement
Advertisement