Advertisement

ইউটিলিটি

বাজারে এসে গিয়েছে CoviSelf kit, কিন্তু অ্যাপ এখনও Coming Soon!

সুদীপ দে
  • 04 Jun 2021,
  • Updated 7:58 PM IST
  • 1/8

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে। নমুনা পরীক্ষা করাতে গিয়ে ফলাফলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। নমুনা পরীক্ষার চাপে হিমশিম খেতে হচ্ছে ল্যাবগুলিকে।

  • 2/8

এই পরিস্থিতির কথা মাথায় রেখে মে মাসের মাঝামাঝি সময় বাড়িতে বসেই করোনা টেস্টের ছাড়পত্র দিয়েছে ICMR। বাড়িতে বসে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছে পুণের সংস্থা MY LAB DISCOVERY SOLUTION LTD-এর CoviSelf kit।

  • 3/8

সংস্থার তরফে দেওয়া ম্যানুয়েলে টেস্ট করা পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত নির্দেশ রয়েছে। হোম টেস্টিংয়ের জন্য Google Play Store ও Apple Store থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।

ছবি: MY LAB-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 4/8

MY LAB-এর এই অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ না নেগেটিভ৷ অর্থাৎ, MY LAB-এর সুনির্দিষ্ট অ্যাপ ছাড়া CoviSelf kit অচল!

ছবি: MY LAB-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 5/8

মে মাসে ICMR-এর ছাড়পত্র দেওয়ার পর পুণের সংস্থা MY LAB সংবাদমাধ্যমকে জানিয়েছিল, পরবর্তী দিন সাতেকের মধ্যেই বাজারে চলে আসবে CoviSelf kit। সংস্থার প্রতিশ্রুতি মতো দেশের বেশ কিছু শহরে ইতিমধ্যেই চলে এসেছে CoviSelf kit।

ছবি: MY LAB-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 6/8

কিন্তু CoviSelf kit চলে এলেও বাড়িতে বসে করোনা পরীক্ষা করা এখনও সম্ভব হয়নি আমজনতার। কারণ, MY LAB-এর যে সুনির্দিষ্ট অ্যাপ ছাড়া CoviSelf kit অচল, ওই অ্যাপই এখনও কাজ করছে না!

ছবি: MY LAB-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 7/8

পুণের সংস্থা MY LAB-এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্ক থেকে এই অ্যাপ ডাউনলোড করতে গেলেই মোবাইলফোন, কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিনে ফুটে উঠছে ‘Coming Soon’! অর্থাৎ, যে অ্যাপের মাধ্যমে কোভিড টেস্টের রিপোর্ট ICMR-এর কাছে জমা পড়ার কথা, সেটি এখনও তৈরিই হয়নি।

ছবি: MY LAB-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 8/8

সব মিলিয়ে, ১,০০০-১,৫০০ টাকার কোভিড টেস্টের পরিবর্তে মাত্র ২৫০ টাকায় ঘরে বসে নমুনা পরীক্ষার সুবিধা এখনই পাচ্ছেন না দেশের আমজনতা। কতদিনে এই অ্যাপ কার্যকর হচ্ছে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য দেওয়া নেই MY LAB-এর ওয়েবসাইটে।

ছবি: MY LAB-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

Advertisement
Advertisement