Advertisement

ইউটিলিটি

Craftsman Automation IPO: প্রথম দিনেই সাবস্ক্রাইব হয়েছে ৩৭% শেয়ার!

Aajtak Bangla
  • 15 Mar 2021,
  • Updated 7:00 PM IST
  • 1/7

২০২১-এ পরপর IPO খোলার ফলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে, কোনটিতে বিনিয়োগ করা উচিৎ আর কোনটায় টাকা না ঢাললেও চলবে! কোন IPO-তে বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে, তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে!

  • 2/7

IPO-Initial Public Offering এর সংক্ষিপ্ত রূপকে IPO বলা হয়। IPO-কে প্রাইমারি মার্কেটও বলা হয়। বিনিয়োগে ইচ্ছুক সাধারণ মানুষের থেকে টাকা তোলার আরেক নামই IPO।

  • 3/7

ইঞ্জিনিয়ারিং সংস্থা ক্রাফটসম্যান অটোমেশন (Craftsman Automation) লিমিটেডের IPO ১৫ মার্চ থেকেই সাবস্ক্রিপশনের জন্য খুলেছে। এর মাধ্যমে ৮২৪ কোটি টাকা সংগ্রহ করবে সংস্থাটি।

  • 4/7

প্রথম দিনেই ইঞ্জিনিয়ারিং সংস্থা ক্রাফটসম্যান অটোমেশন (Craftsman Automation) লিমিটেডের ৩৭ শতাংশ IPO সাবস্ক্রাইব হয়েছে। সংস্থাটি ৩৮.৬৯ লক্ষ ইক্যুইটি শেয়ার ইস্যু করেছে যার জন্য ১৩.৬৬ লক্ষ দর হাঁকা হয়েছে।

  • 5/7

ক্রাফটসম্যান অটোমেশন (Craftsman Automation) লিমিটেড তার IPO-র প্রতিটি শেয়ারের জন্য ১,৪৮৮ টাকা থেকে ১৪৯০ টাকা দাম নির্ধারণ করেছে।

  • 6/7

এই IPO-তে ১৭ মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। ক্রাফটসম্যান অটোমেশন (Craftsman Automation) একটি বিবিধ ইঞ্জিনিয়ারিং সংস্থা এবং বিভিন্ন বিস্তৃত শিল্পের জন্য ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি সরবরাহ করে।

  • 7/7

সংস্থার প্রবর্তক শ্রীনিবাসন রবি এবং অন্যান্য বিনিয়োগকারী সিঙ্গাপুরের মেরিনা (তৃতীয়) পিটিই এবং আন্তর্জাতিক ফিনান্স কর্পোরেশন এবং কে গোমেশ্বরন অফার বিক্রয়ের জন্য তাদের শেয়ার বিক্রি করবে।

Advertisement
Advertisement