Advertisement

ইউটিলিটি

Credit Card Usage: বুদ্ধি করে ব্যবহার করুন ক্রেডিট কার্ড, পাবেন ৬ লাভ, টাকাও বাঁচবে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • Updated 12:07 PM IST
  • 1/9

ক্রেডিট কার্ডের নাম শুনলেই অনেকে রে রে করে তেড়ে আসেন। তাঁদের মতে, এই কার্ড ব্যবহার নাকি খুবই খারাপ। এই কার্ডের জন্য অনেক সমস্যা হতে পারে।

  • 2/9

যদিও বিষয়টা একবারেই তেমন নয় বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, ক্রেডিট কার্ড ব্যবহার খারাপ কিছু নয়। বুদ্ধিমানের মতো ব্যবহার করলে আদতে লাভই মিলবে।

  • 3/9

এখন প্রশ্ন হল, ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে ঠিক কী কী সমস্যার সহজ সমাধান করা হবে সম্ভব? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। তাই দ্রুত প্রতিবেদনটি পড়ে নিন।

  • 4/9

কোনও বড় লোন নেওয়ার আগে ক্রেডিট কার্ড ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। তাতে আদতে ক্রেডিট স্কোর বাড়ে। ফলে লোন পেতে সুবিধা হয়।

  • 5/9

ক্রেডিট কার্ড সঙ্গে থাকলে এমার্জেন্সি ফান্ড নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। কোনও বিপদ হলে এই ফান্ড ব্যবহার করেই আর্থিক প্রয়োজন মিটিয়ে দেওয়া যায়। পরে সেই টাকা ধীরে ধীরে শোধ করা সম্ভব।

  • 6/9

এই কার্ডের মাধ্যমে বিল মেটালে আপনার কাছে খরচার একটা ঠিক ঠাক হিসেব থাকবে। যার ফলে বাজে খরচ হওয়ার আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • 7/9

ক্রেডিট কার্ড ব্যবহারের আরও একটা সুবিধা হল ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। এক্ষেত্রে এই কার্ড ব্যবহার করে বিল মেটানোর পরও একটা সময় পর্যন্ত সুদ লাগে না। আর এটা খুব ভাল সুবিধা।

  • 8/9

ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে অনেক অফার পাওয়া যায়। যার মাধ্যমে জিনিসপত্র সস্তায় মেলে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

  • 9/9

প্রতিটি ক্রেডিট কার্ডেই কিছু ক্যাশব্যাকের শর্ত থাকে। সেই ক্যাশব্যাকের মাধ্যমেই অনেক সুবিধা পাওয়া যায়। তাই এখন থেকে নিয়মিত শুরু করে দিন ক্রেডিট কার্ড ব্যবহার।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement