Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জানুন সবিস্তারে: আজ দ্বিতীয় পর্ব

সুদীপ দে
  • 06 Dec 2020,
  • Updated 6:03 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়থেকেসাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ দ্বিতীয় পর্ব...

  • 2/5

13 নম্বর বাস: শিয়ালদহ থেকে পর্ণশ্রী, 13A নম্বর বাস: বিবিডি বাঘ থেকে শম্পা মির্জা নগর, 13C নম্বর বাস: পুরনো ডাকঘর থেকে লায়ালকা, 17 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে চেতলা, 17B নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে বাঘাযতীন, 18B/1 নম্বর বাস: ডাকঘর থেকে চীনা মন্দির।

  • 3/5

18C নম্বর বাস: কেষ্টোর মোড় থেকে আনন্দপুর, 18D নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে সূর্য সেন নগর, 21 নম্বর বাস:  শিয়ালদহ থেকে কদমতলা, 21/1 নম্বর বাস: শিয়ালদহ থেকে কদমতলা, 23 নম্বর বাস: বারাসত থেকে বোয়ালঘাটা, 24 নম্বর বাস: বাঁধাঘাট থেকে তপসিয়া, 24A নম্বর বাস: বাঁধাঘাট থেকে তপসিয়া।

  • 4/5

24A/1 নম্বর বাস: হাওড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে মুকুন্দপুর, 26 নম্বর বাস: বণহুগল থেকে চাঁপাডাঙ্গা, 28 নম্বর বাস: হাওড়া ময়দান থেকে শিয়ালদহ, 30A নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে সিঁথি। 

  • 5/5

30B নম্বর বাস: বাবুঘাট থেকে গৌরীপুর, 30B/1 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে গৌরীপুর, 30C নম্বর বাস: বাবুঘাট থেকে হাতিয়াড়া, 30C/1 নম্বর বাস: বাবুঘাট থেকে হাতিয়াড়া, 30D নম্বর বাস: বাবুঘাট থেকে দম দম ক্যান্টনমেন্ট স্টেশন।

Advertisement
Advertisement