Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জানুন সবিস্তারে: চতুর্থ পর্ব

সুদীপ দে
  • 08 Dec 2020,
  • Updated 6:13 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ চতুর্থ পর্ব...

  • 2/5

51 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে পার ডানকুনি, 52 নম্বর বাস: রামরাজতলা থেকে এসপ্ল্যানেড, 53 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে নারিত, 54 নম্বর বাস: বলিখাল থেকে এসপ্ল্যানেড, 54/2 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে রিষড়া স্টেশন, 55 নম্বর বাস: শিবপুর বটানিকাল গার্ডেন থেকে এসপ্ল্যানেড, 55A নম্বর বাস: শিবপুর ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড।

  • 3/5

56 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে রুইয়া পুবপাড়া, 57 নম্বর বাস: কোনা থেকে এসপ্ল্যানেড, 57A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে চন্ডিতলা, 58 নম্বর বাস: চ্যাটার্জিহাট থেকে এসপ্ল্যানেড, 59 নম্বর বাস: বকুলতলা থেকে এসপ্ল্যানেড, 61 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে আলমপুর।

  • 4/5

63 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ডোমজুর, 71 নম্বর বাস: হাওড়া ময়দান থেকে সল্টলেক, 72 নম্বর বাস: দাসনগর থেকে পার্ক সার্কাস, 72 নম্বর বাস: বসিরহাট থেকে নাজাত, 72A নম্বর বাস: বসিরহাট থেকে ধামাখালি, 73 নম্বর বাস: কদমতলা থেকে এসপ্ল্যানেড, 74 নম্বর বাস: হাবড়া থেকে নৈহাটি, 75 নম্বর বাস: বাবুঘাট থেকে রায়পুর, 77A নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে বিড়লাপুর।

  • 5/5

77A নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে বাটানগর, 78 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে ব্যারাকপুর কোর্ট, 78C/1 নম্বর বাস: বারাসত থেকে দক্ষিণেশ্বর, 78E নম্বর বাস: বনগাঁ থেকে দক্ষিণেশ্বর, 78/1 নম্বর বাস: বাবুঘাট থেকে রহড়া বাজার / পাথরপুর, 79 নম্বর বাস: ডানলপ থেকে পাঁচলা, 79B নম্বর বাস: বাগবাজার থেকে বারাসত, 79D নম্বর বাস: বাবুঘাট থেকে মধ্যমগ্রাম।

Advertisement
Advertisement