Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জানুন সবিস্তারে: পঞ্চম পর্ব

সুদীপ দে
  • 09 Dec 2020,
  • Updated 3:56 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ পঞ্চম পর্ব...

  • 2/5

80A নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে গড়িয়া বাসস্ট্যান্ড, 80B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে গড়িয়া বাসস্ট্যান্ড, 81 নম্বর বাস: বারাসত থেকে ব্যারাকপুর ফিশারি গেট, 83 নম্বর বাস: বাবুঘাট থেকে ফলতা, 85 নম্বর বাস: ব্যারাকপুর কোর্ট থেকে কাঁচরাপাড়া, 87 নম্বর বাস: বারাসত থেকে জাগুলি, 87A নম্বর বাস: বারাসত থেকে নৈহাটি।

  • 3/5

88 নম্বর বাস: বারাসত থেকে কাঁচরাপাড়া, 91 নম্বর বাস: শ্যামবাজার থেকে ভাঙ্গর, 91A নম্বর বাস: শ্যামবাজার থেকে হাড়োয়া, 91B নম্বর বাস: শ্যামবাজার থেকে ভোজেরহাট, 91C নম্বর বাস: শ্যামবাজার থেকে লাউহাটি, 92 নম্বর বাস: বনগাঁ থেকে বয়রা, 92A নম্বর বাস: বনগাঁ থেকে দত্তফুলিয়া।

  • 4/5

93 নম্বর বাস: বাগবাজার থেকে খয়ড়িবাড়ি, 94 নম্বর বাস: ডায়মন্ড হারবার থেকে নামখানা, 95 নম্বর বাস: বনগাঁ থেকে অশোকনগর, 96C নম্বর বাস: বনগাঁ থেকে বেরিগোপালপুর ঘাট, 96D নম্বর বাস: বনগাঁ থেকে দত্তফুলিয়া, 201 নম্বর বাস: নিমতা থেকে সল্টলেক নিক্কো পার্ক, 202 নম্বর বাস: নাগরবাজার থেকে সায়েন্স সিটি।

  • 5/5

204/1 নম্বর বাস: রাজাবাজার থেকে চেতলা, 205 নম্বর বাস: বাবুঘাট থেকে বাঁশদ্রোণী, 205A নম্বর বাস: বাবুঘাট থেকে বাঁশদ্রোণী, 206 নম্বর বাস: নিউ গড়িয়া স্টেশন থেকে সল্টলেক এজে ব্লক, 208 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে কুঁদঘাট, 210 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে রাইচক।

Advertisement
Advertisement