Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জেনে নিন খুঁটিনাটি: ষষ্ঠ পর্ব

সুদীপ দে
  • 10 Dec 2020,
  • Updated 5:46 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ ষষ্ঠ পর্ব...

  • 2/5

211 নম্বর বাস: আহিরিটোলা থেকে খয়ড়িবাড়ি, 211A নম্বর বাস: আহিরিটোলা থেকে লাঙ্গোলপোতা, 211B নম্বর বাস: আহিরিটোলা থেকে খয়ড়িবাড়ি, 212 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে পালবাজার, 213 নম্বর বাস: বাঘুঘাট থেকে ঘটকপুকুর, 213/1 নম্বর বাস: শিবপুর বটানিক্যাল গার্ডেন থেকে ঘটকপুকুর।

  • 3/5

214 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে সাজিরহাট, 214A নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে সোদপুর গির্জা, 215 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে লেক টাউন, 215/1 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে লেক টাউন VIP, 215A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে সল্টলেক, টেকনোপলিস, 215A/1 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে মহিষবাথান।

  • 4/5

217 নম্বর বাস: বাবুঘাট থেকে নারায়ণপুর, 217A নম্বর বাস: বাবুঘাট থেকে বেরেবেড়ি, 217B নম্বর বাস: বাবুঘাট থেকে বাবলাতলা, 218 নম্বর বাস: বাবুঘাট থেকে বারুইপুর, 219 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে নাগেরবাজার, 219/1 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে নাগেরবাজার, 221 নম্বর বাস: নাগেরবাজার থেকে গোলপার্ক।

  • 5/5

222 নম্বর বাস: বেহালা চৌরাস্তা থেকে ডানলপ, 223 নম্বর বাস: বি.টি. কলেজ থেকে গল্ফ গ্রিন, 227 নম্বর বাস: বিএনআর থেকে বাঙ্গুর, 228 নম্বর বাস: বাবুঘাট থেকে মহামায়াতলা, 230 নম্বর বাস: কামারহাটি থেকে আলিপুর চিড়িয়াখানা, 234 নম্বর বাস: বেলঘোরিয়া থেকে গল্ফ গ্রিন, 234/1 নম্বর বাস: বেলঘোরিয়া স্টেশন থেকে গল্ফ গ্রিন।

Advertisement
Advertisement