Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জেনে নিন খুঁটিনাটি: শেষ পর্ব

সুদীপ দে
  • 12 Dec 2020,
  • Updated 7:35 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ সপ্তম তথা শেষ পর্ব...

  • 2/5

235 নম্বর বাস: সল্টলেক থেকে আমতলা, 237 নম্বর বাস: তৎকাল থেকে বাবুঘাট, 237/1 নম্বর বাস: বাবুঘাট থেকে বিরাটি, 238 নম্বর বাস: বারাসত থেকে হাওড়া স্টেশন, 239 নম্বর বাস: বাবুঘাট থেকে সল্টলেক, 239B নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে মহিষবাথান।

  • 3/5

240 নম্বর বাস: বাগবাজার থেকে যোধপুর পার্ক, 240/1 নম্বর বাস: বাগবাজার থেকে গল্ফ গ্রিন, 241 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে আকরা সন্তোষপুর স্টেশন, 241A নম্বর বাস: শিয়ালদহ থেকে আকরা ফাটক, 242 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে কাশীপুর (4বি বাস স্ট্যান্ড), 246 নম্বর বাস: বুরুল থেকে রাধানগর।

  • 4/5

252 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে হাসনাবাদ, 253 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে বসিরহাট, 257 নম্বর বাস: কলকাতা স্টেশন থেকে জুল্পিয়া, 259 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে আক।

  • 5/5

এছাড়াও K সিরিজ, DN সিরিজ এবং SD সিরিজের বাস রয়েছে। যেমন, K মানে কোলকাতা মেট্রোপলিটন এলাকা, DN মানে উওর ২৪ পরগনা, SD মানে দক্ষিণ ২৪ পরগনা। K1 থেকে K22, SD1 থেকে SD30, DN1 থেকে DN 45 রুটের বাস রয়েছে। কোলকাতা ষ্টেশন, বারাসাত, বনগাঁ, হাবড়া উওর ২৪ পরগনা-সহ বিভিন্ন রুটে চলে এই বাসগুলি।

Advertisement
Advertisement