Advertisement

ইউটিলিটি

Fuel Prices Today: পর পর দু’দিন, বৃহস্পতিবার আরও কমল ডিজেলের দাম!

Aajtak Bangla
  • 19 Aug 2021,
  • Updated 9:53 AM IST
  • 1/10

এক মাস আগেই একশো টাকা পার করা পেট্রোলের দাম এখনও কমেনি। তবে ৩১ দিন পর বুধবার সামান্য সস্তা হয় ডিজেল! আজ ফের কমেছে ডিজেলের দাম।

  • 2/10

বিগত ৩০ দিন দেশজুড়ে তেলের দাম অপরিবর্তিত ছিল। পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানো অসম্ভব, এ কথা স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাই তেলের দাম কমার অপেক্ষায় দিন গুণছেন সাধারণ মানুষ।

  • 3/10

৭ জুলাই থেকে একশো টাকা পার করেছে পেট্রোল, ডিজেলের দামও একশো ছুঁই ছুঁই! জ্বালানির দামে জ্বলছে গোটা দেশ। দিল্লিতে আজও ডিজেলের দাম লিটারে ২০ পয়সা কমেছে। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৪৭ পয়সা (২০ পয়সা কমেছে)।

  • 5/10

কলকাতায় বৃহস্পতিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯২ টাকা ৫৭ পয়সা (২৫ পয়সা কমেছে)।

  • 6/10

মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ০৪ পয়সা (২০ পয়সা কমেছে)।

  • 7/10

বৃহস্পতিবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ০২ পয়সা (১৮ পয়সা কমেছে)।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও পটনাতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ১৬ পয়সা (২০ পয়সা কমেছে)।

  • 9/10

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৮৬ পয়সা প্রতি লিটার (১৯ পয়সা কমেছে)।

  • 10/10

লখনউতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৮১ পয়সা প্রতি লিটার (২৭ পয়সা কমেছে)।

Advertisement
Advertisement